৯ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তারা । পরে বিকেল সোয়া ৪টার দিকে উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের 'এডমিন যদি ছাত্র চালায়, শিক্ষক কেন বেতন পাই?', 'আমার ভাইয়ের জীবন নাই,শিক্ষকের হুশ নাই', 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'রুয়েটিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই', 'শাট ডাউন শাট ডাউন, কমপ্লিট শাটডাউন', 'দালালের ঠিকানা, রুয়েটে হবে না', 'ফ্যাসিস্টের কুলাঙ্গার, হুশিয়ার সামধান' ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো-সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশীট দ্রুত প্রকাশ করতে হবে এবং খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে; রুয়েটের যেসকল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ আছে তাদের অনতিবিলম্বে বহিষ্কার করে আইনত ব্যবস্থা নিতে হবে ও ছাত্রলীগের পোস্টেড নেতাদের ছাত্রত্ব বাতিল করতে হবে ; শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে। শিক্ষকের অনুপস্থিতর কারণে ক্লাস মিস গেলে সকল শিক্ষার্থীকে ঐদিনের উপস্থিতি দিতে হবে; প্রতি মাসে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে ও প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিয়ে প্রতি মাসে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে- হজোর মোড়ের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান এবং রুয়েট ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে; ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য করার দায়ে মো. গোলাম মোস্তাকিম ও সিভিল অনুষদের ডিন মো. কামরুজ্জামান রিপনসহ অভিযুক্ত সকল শিক্ষকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে; শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি সদাচরণ করতে হবে এবং শিক্ষকদের কার্যক্রমের মূল্যায়ন ও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে; অনতিবিলম্বে পূর্বে জমাকৃত ১২ দফার বাস্তবায়ন করতে হবে।
বেলা ১২ টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আসেন উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। শিক্ষার্থীরা তার কাছে ৯ দফা দাবি উপস্থাপন করেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল সোয়া চারটার দিকে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন বলেন, 'গত আগস্ট মাসে আমরা প্রশাসনের কাছে বেশ কিছু দাবি তুলে ধরি। সেগুলোর মধ্য থেকে কিছু কিছু দাবি পূরণ হলেও আমাদের প্রধান দাবিগুকো পূরণ হয়নি। তাই প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিই দাবি মেনে নেওয়ার জন্য। বলেছিলাম দাবি মানা না হলে প্রশাসন ভবন তালা মেরে দিবো। এজন্য আজ আমরা ক্লাস বর্জন করে আন্দোলন করছি। আর কত আন্দোলন করতে হবে? আর কত ক্লাস বর্জন করতে হবে? এটা আমাদের শেষ আন্দোলন। অতিদ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে।'
এ সময় আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাফিন বলেন, 'বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে নিজস্ব ক্ষোভ এবং প্রতিহিংসার জেরে শিক্ষার্থীকে এক্স গ্রেড দিয়েছে বা ফেল করিয়ে দিয়েছে। যে জিনিসটা একজন শিক্ষার্থীর উপর ব্যাপক প্রভাব ফেলে। এসব ঘটনায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া আমরা আজ ৯ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরেছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সব দাবি মেনে না নিলে আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউন পালন করব।'
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে সেটি আজকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজোর মোড়ে স্থানীয়দের হামলায় রুয়েটের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া গত ১০ জানুয়ারি রাতে নগরের একটি ছাত্রাবাস থেকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম

রাবিতে বেড়ে চলছে ছোঁয়াচে চর্মরোগ 'স্ক্যাবিস'

চবিতে ধরা খেল ভুয়া শিক্ষার্থী : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছিল সম্পৃক্ত

জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত

৫ম সমাবর্তন ঘিরে প্রশাসনের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা

সারাদেশে ৬৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চার মাস ধরে বেতন ভাতা বন্ধ

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

খেলা দেখার সময় সিলিং ফ্যানে আহত চবি শিক্ষার্থী

ইউএপিতে- ক্রাউন মাইক্রো গ্লোবাল প্রেজেন্টস “টেকট্রন-২০২৫” উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব অনুষ্ঠিত

চুরির পর সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন

ছাত্রদলের দুর্নীতি ফাঁস করায় জাবি সাংবাদিক হুমকির মুখে, কোথায় গণমাধ্যমের স্বাধীনতা?

জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল
