রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্যে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (SACMID) ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে কর্মশালাটি আয়োজিত হয়।
ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় SACMID এর ‘জার্নালিজম অফ দ্যা ফিউচার’ প্রজেক্টের আওতায় এ কর্মশালায় শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন SACMID এর উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান। তিনি বলেন, 'ধীরে ধীরে গণমাধ্যমের চাহিদা, পরিসর ও ব্যবহারকারী বাড়ছে। ফলে, দরকার হয়ে পড়েছে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন অভিজ্ঞতা। সরকারের একার পক্ষে সকলকে এই জ্ঞান, প্রশিক্ষণ দেয়া সম্ভব না। এজন্য কিছু বেসরকারি সংগঠন সরকারের এই প্রচেষ্টাকে সাপোর্ট দিচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করছি। এতে যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকগণ হয়ে উঠবেন আরও দক্ষ ও যোগ্যভাবে।'
এ সময় সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, 'সাংবাদিকতার মূল পরিবর্তন ঘটেছে প্রযুক্তিগত ও মালিকানার জায়গায়। মালিকানার সংকটকে সাংবাদিকতার সংকটে পরিণত করেছে। একটা মিডিয়ার কোয়ালিটি মালিক না হলে কোয়ালিটি জার্নালিজম সম্ভব নয়। দেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে বড় পরিসরে গবেষণা হওয়া উচিত। মালিকপক্ষের সদিচ্ছা ছাড়া সংবাদকর্মীদের জন্য ওয়েজবোর্ড মেইনটেইন যেমন কঠিন, গুণগত সাংবাদিকতা তো আরো কঠিন। এ সংকট কাটিয়ে তুলতে মিডিয়ার একাডেমিক অঙ্গনের বুদ্ধিজীবী, মিডিয়াকর্মী, বর্তমান শিক্ষার্থী ও মালিকপক্ষসহ সকলকে কাজ করে যেতে হবে।'
রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুততম সময়ের মধ্যে দেশের অত্যাধুনিক সাংবাদিকতা বিভাগ হওয়ার প্রত্যাশা করে তিনি বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় বিভাগে ইতিমধ্যেই একটি রেডিও স্টেশন নির্মিত হয়েছে যা শিগগিরই উদ্বোধন করা যাবে। চলচ্চিত্র সম্পাদনার জন্যও একটি দুটি এডিটিং সেটআপ স্থাপিত হয়েছে। আর বর্তমানে বিভাগের মিডিয়া ল্যাবে একটি অনলাইন টিভি স্টুডিও নির্মাণের কাজ শুরু হয়েছে যা আগামী জুনের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়। বিভাগের প্র্যাকটিসিং সংবাদপত্র 'অনুধ্যান' আবারো চালুর জন্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সে আশ্বাস দিয়ে বলেন, বিভাগের মিডিয়া ল্যাবকে একদম নতুনরূপে সাজানো হচ্ছে। আগামী জুন মাসের ভেতরেই বিভাগের শিক্ষার্থীরা অত্যাধুনিক ল্যাবরেটরির পূর্ণ ব্যাবহার করতে পারবে। দেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে এমন সুযোগ-সুবিধা আর আছে বলে তাঁর জানা নেই। এ ল্যাবের ব্যবহারে শিক্ষার্থীরা আরও দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হয়ে উঠবে যা সাসটেইনেবল জার্নালিজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দেবের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মশিহুর রহমান ও সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ। এতে বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

রাবিতে বেড়ে চলছে ছোঁয়াচে চর্মরোগ 'স্ক্যাবিস'

চবিতে ধরা খেল ভুয়া শিক্ষার্থী : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছিল সম্পৃক্ত

জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত

৫ম সমাবর্তন ঘিরে প্রশাসনের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা

সারাদেশে ৬৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চার মাস ধরে বেতন ভাতা বন্ধ

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

খেলা দেখার সময় সিলিং ফ্যানে আহত চবি শিক্ষার্থী

ইউএপিতে- ক্রাউন মাইক্রো গ্লোবাল প্রেজেন্টস “টেকট্রন-২০২৫” উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব অনুষ্ঠিত

চুরির পর সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন

ছাত্রদলের দুর্নীতি ফাঁস করায় জাবি সাংবাদিক হুমকির মুখে, কোথায় গণমাধ্যমের স্বাধীনতা?

জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল
