আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অবাস্তব অসম্ভবঃ পঞ্চগড়ে সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সারজিস আলম বলেছেন আগামি ছয় মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব নয় । এত বড় অভ্যুন্থানের চাওয়া শুধুমাত্র নির্বাচনের জন্য সীমাবদ্ধ না, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি হয়ে ক্ষমতায় যেতে কোন সমস্যা নেই। কিন্ত আগামি ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন ঠিক করা, বিচার বিভাগ সংস্কার করা, আইন শৃংখলা বাহিনীকে তাদের সঠিক জায়গায় ভূমিকা রাখার জায়গায় ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব। সংস্কার বিষয়ে তিনি বলেন সংস্কার আগে পরে এটি বিষয় না। আমরা মনে করি সংস্কার এবং নির্বাচন একই দিক থেকে চলবে। যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করছে তারা কি নির্বাচনের জন্য বসে থাকবে এমনটা না। নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা কাজ করছে ভোটারতালিকা হালনাগাদ সহ তারা তাদের জায়গা থেকে কাজ করবে। দুটো আলাদা প্রতিষ্ঠান আলাদা মানুষ করছে। অন্তর্বতিকালিন সরকার তাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচনের জন্য যে সময়টাকে উপযুক্ত মনে করবে ওই সময়টুকু যদি হয় তাহলে আমার মনে হয় একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগনের প্রকৃত প্রতিনিধিরা ক্ষমতায় আসবে। আগামি সংসদ নির্বাচনে সারজিস সংসদ সদস্য পদে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অভ্যূন্থানের পূর্ববতি থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা নিজেরা কোন কিছু ঠিক করিনি মানুষ যা চেয়েছে আমরা সেটাই করেছি। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের ভিতরে একটা নতুন জিনিস এসেছে যেই তরুনরা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভূন্থান ঘটিয়েছে সেই অভূন্থান বিগত ১৬ বছরে অন্যান্য রাজনৈতিক দল ঘটাতে পারেনি। এটি অস্বীকার করার উপায় নেই । তাই ওই তরুনদের সেই সক্ষমতা রয়েছে নিদিৃস্ট কোন একটা জায়গা থেকে জনগনের প্রতিনিধিত্ব করবে। ওই তরুনদের যোগ্যতা আছে যে তারা সংসদে গিয়ে জনগনের কথা বলবে। বাংলাদেশের মানুষের চাওয়া শুরু হয়েছে যে অভ্যুন্থানে নেতৃত্বদানকারীরা সংসদে গিয়ে জনগনের প্রতিনিধিত্ব করুক। সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করে আমি সহ নতুন প্রজন্মের যে কেউ সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি সহ নতুন প্রজন্মের কেউ এই দায়িত্বটা নেওয়া উচিত। জনগন যদি চায় তাহলে দায়িত্বটা একটা আমানত। জুলাই ঘোষনাপত্র নিয়ে সারজিস বলেন এত বড় একটা গণ অভূন্থান এটার লিখিত স্বীকৃতি থাকা উচিত। যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘোষনাপত্রটি আসবে। সারজিস আলম আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ চত্তরে শীত বস্ত্র বিতরন করতে এসে এসব কথা বলেন। এ সময় পঞ্চগড় বারের সরকারী কৌশলি এডভোকেট এম এ বারি, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সূফি, স্থানীয় সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান সহ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এর আগে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক
কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের
রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা
কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক