কাপ্তাইয়ে বন্ধ হওয়া সোলার ফেন্সিং পুনরায় চালু
কাপ্তাইয়ের পাহাড়ি এলাকার লোকালয়ে হাতির আক্রমন ঠেকাতে বন বিভাগের স্থাপন করা সোলার ফেন্সিং যন্ত্রটি মেরামত শেষে পুনরায় চালু করা হয়েছে। এর আগে কিছুদিন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে অকেজো অবস্থায় পড়েছিল কোটি টাকায় নির্মিত ৮ কিলোমিটার সোলার ফেন্সিং এর কিছু অংশ। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহন করেছে কাপ্তাই বনবিভাগ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কাপ্তাইয়ের ৮ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন হওয়া সোলার ফেন্সিং যন্ত্রের কিছু অংশে গাছের ডালপালা পড়ে, ঝড়ো বাতাসে তার ছিড়ে যান্ত্রিক ত্রুটিতে প্রায় এক থেকে দেড় কিলোমিটার অংশ বন্ধ অবস্থায় ছিল। সেই অংশগুলো মেরামত শেষে গত ১৫ দিন থেকে পুনরায় সম্পূর্ণ সোলার ফেন্সিং চালু করা হয়েছে। এছাড়া হাতির লোকালয়ে আসা ঠেকাতে এই সোলার ফেন্সিং কার্যকর হওয়ায় কাপ্তাইয়ের পিডিবি এলাকায় আরো ৪ কিলোমিটার সোলার ফেন্সিং নতুন করে তৈরি করার জন্য প্রস্তাবনা রাঙামাটি ডিভিসনে দেওয়া হয়েছে। বিশেষ করে কাপ্তাই পিডিবি এলাকার কিছু স্থাপনায় প্রায়ই বন্যহাতির আগমন ঘটে। তাই সেসব এলাকায় হাতি ও মানুষের মাঝে দ্বন্ধ নিরসনে সোলার ফেন্সিং তৈরি হলে তা ব্যাপক ভূমিকা পালন করবে।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মোঃ এসএম মহিউদ্দীন চৌধুরী জানান, আমরা দ্রুত সময়ে সোলার ফেন্সিং মেরামত শেষে তা পুনরায় সম্পূর্ণ চালু করেছি। যার ফলে বর্তমানে লোকালয়ে বন্য হাতির আগমন কিছুটা কমেছে। এছাড়া নতুন করে আরো কিছু অংশে সোলার ফেন্সিং স্থাপন করা হলে এর সুফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থ বছরে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যান এলাকায় বন্যহাতির আক্রমন থেকে মানুষের প্রাণহানি ও ফসলের ক্ষতি ঠেকাতে ৮ কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছিল প্রায় কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই রেঞ্জ এলাকায় এটি স্থাপন করা হয়েছিলো। অন্যদিকে সোলার ফেন্সিং বা সোলার ফেন্স হচ্ছে এমন একটি আধুনিক প্রযুক্তি, যার দ্বারা বন্য হাতির পাল লোকালয়ে আসতে চেষ্টা করলে সোলার ফ্যানসিংয়ের হালকা বৈদ্যুতিক শক খেয়ে হাতি চলে যাবে, তবে এতে বন্যহাতির প্রাণহানি ঘটার কোন সম্ভাবনা নেই।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে স্টুডিও টেলিকম ও ফটোকপি ব্যবসায়ীদের মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় টানা সহিংসতা: বোমা হামলা ও পুকুরে বিষ প্রয়োগে উত্তেজনা
Link Copied