দুমকিতে মহাসড়কের দুই পাশ দখল করে চলছে রমরমা ব্যবসা

পটুয়াখালীর দুমকিতে বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দুই পাশে জায়গা দখল করে এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকা- পরিচালনা করে আসছেন। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ততম এ সড়কের মাঝখানে ট্রাক থামিয়ে ঘণ্টার পর ঘণ্টা মালামাল ওঠানামা প্রায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বরিশাল-পাগলা-দুমকি-বাউফল সড়কের পাশের জায়গা দখল করে গাছ ব্যবসায়ীদের লাকড়ি-গাছ, ফরিয়াদের তুষ-কুড়া-ধান, নির্মাণসামগ্রী ব্যবসায়ীদের রড-সিমেন্ট-ইট, ডিলারের গোডাউনে মালামাল সংরক্ষণ, চেরাই কাঠ ব্যবসায়ীদের সাজানো কাঠ, স’ মিলের সামনে রাস্তার উভয় পাশে বিক্রির উদ্দেশে থরে থরে সাজানো গাছ রাখা আছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকা, নতুন বাজার এলাকা, থানাব্রিজ এলাকা, রাজাখালী বাজার এলাকা, তালতলী বাজার এলাকা, বোর্ড অফিস বাজার এলাকা ও চরগরবদি ফেরিঘাট এলাকার খালি জমি এখন আর খালি নেই।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনকে হাত করে সওজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সড়কের পাশের সরকারি জমি বেদখল করে দিনের পর দিন এসব ব্যবসা বাণিজ্য চলছে।
স্থানীয় বাসিন্দা মোঃ জিহাদ বলেন, রাস্তায় ট্রাক থামিয়ে গাছ উঠায় তার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের একদিকে সময় নষ্ট হয় আর একদিকে আমাদের রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।পথচারী হৃদয় দাস বলেন, সড়কের পাশে ট্রাক থামিয়ে রাখার কারণে আমাদের চলাচল অসুবিধা হয়, ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাওয়া আস করে যে কোন সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পথচারী অভি রায় বলেন, এই রোড দিয়ে মানুষ চলাচল করে। পাশে একটি ইউনিভার্সিটি আছে, রাস্তার দুপাশে গাছ রাখার কারনে মানুষ চলাচল করতে পারেনা। কিছুদিন আগেও একটি এক্সিডেন্ট হয়েছে।ট্রাক থামিয়ে গাছ উঠানো নামানো হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ইউনিভার্সিটির সামনের সড়কটি খুবই চিকন, এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে সবাই এই সড়ক দিয়ে যাতায়াত করে। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট স্কুলের
ছাত্র-ছাত্রীদের আসা যাওয়ার যে বাসগুলো থামানো থাকে প্রতিদিন।রাস্তার পাশে ট্রাক থামিয়ে গাছ উঠানো হয়,এতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি,যেনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ শাহীন মাহমুদ জানান,,রাস্তার দুই পাশে যে গাছের ব্যবসা রয়েছে প্রায়ই ট্রাক থামিয়ে গাছ লোড আনলোড করে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নেব যাতে ট্রাকগুলো পাশে কোন মাঠে নামিয়ে লোড আনলোড করে রাস্তা দখল করে লোড আনলোড করে তাদেরকে মোবাইল কোড পরিচালনা মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
