আলফাডাঙ্গায় তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন
ফরিদপুেরর আলফাডাঙ্গায় তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার সন্ধা সাড়ে ৬টায় পৌরসভার ডাকবাংলো সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইসলামি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসার ও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল বাশার। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ মিলন, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম, চান্দ্রাড়া তলিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ, হেলেঞ্চাহাটি কুঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মুফতি আহসানুল্লাহ, কামারগ্রাম বেদনশাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ’ মহাসচিব সেকেন্দার আলম, আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, আল আরাফা ব্যাংক আলফাডাঙ্গা এজেন্ট শাখা’র পরিচালক এস এম হাফিজুর রহমান, কুশুমদি সালামিয়া মাদ্রাসার সভাপতি কামরুল ইসলাম, সাউথইস্ট ব্যাংক সহস্রাইল এজেন্ট শাখার পরিচালক তৈয়াবুর রহমান, আরজেএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা শাখার সাধারন সম্পাদক গোলাম আজম মনির, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম প্রমুখ। তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ ইমামুদ্দিন, ও হাফেজ মোঃ ফেরদৌস খানের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
এমএসএম / এমএসএম