খুলনায় নাগালে সবজির বাজার, অপরিবর্তিত মুদি বাজার
খুলনার বাজারে নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পন্যের বাজার। মুদি পন্যের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কমেনি কোন পন্যের। তবে মুদি পন্যের দাম বৃদ্ধির শঙ্কা কাটেনি খুচরা ব্যবসায়ীদের। এদিকে, কমেনি চালের দাম। তবে বাজারের এমন অবস্থায় ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া । সোমবার (২৭ জানুয়ারী) খুলনার ব্যস্ততম গল্লামারি বাজার, মিস্ত্রিপাড়া বাজার, খালিশপুর বাজার,নতুন বাজার, নিউ মার্কেট বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-২৫টাকায়, মুলা ৩০ টাকা কেজি দরে, বেগুন আকার ভেদে ৩০-৪০ টাকায়, শিম প্রকারভেদে ৩০-৪০ টাকায়, লালশাক, পালং ও কলমি শাক ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। টমেটো ৪০ টাকা কেজি দরে, গাঁজর ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আলু আকারভেদে ২৫-৩০ টাকা কেজি দরে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, দেশি রসুন ২২০ টাকা ও ভারতীয় রসুন প্রতি কেজি ১৮০-২০০ টাকা বিক্রয় হচ্ছে।
মুদি বাজার ঘুরে জানা যায়, মুদি পন্যের সরবরাহ গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। মাংসের বাজার ঘুরে জানা যায়, ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে ২০০ টাকা কেজি দরে, সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ৩১০-৩২০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। মাছের বাজারে দেখা যায়, টেংরা মাছ ৫০০-৬০০ টাকায়, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা কেজি, সিলভার কাপ মাছ ৩০০ টাকা কেজি দরে, চিংড়ি প্রকারভেদে ৫০০-৬৫০, পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা, মাঝারি রুই প্রতি কেজি ৩০০ টাকা, পাঙাশ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মাছ ২৫০-৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চালের বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮২-৮৬ টাকা, স্বর্ণা চাল ৫৫-৬০ টাকা, পুরাতন আটাশ ৬২-৬৫ টাকা, প্যাকেটজাত পোলাও চাল ১৫০ টাকা ও খোলা পোলাও চাল ১২০-১৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নতুন বাজারের সবজি বিক্রেতা কালাম মিয়া বলেন, কোন শাকসবজির দাম বাড়েনি। যা তাই আছে। সবজির এবার অনেক ফলন হইছে। অনেক সময় ৫-১০ টাকা দাম কমে বাড়ে পরিবহণ খরচ বেশী হওয়ার জন্য। গল্লামারি বাজারের মাছ বিক্রেতা সুবেদ আলী বলেন, মোকামে মাছের দাম বেশী। আমাদের বেশী দামে মাছ কিনতে হচ্ছে। এজন্য খুচরা বাজারে মাছের দাম একটু বেশী। মিস্ত্রিপাড়া বাজারে আসা শিক্ষার্থী সজীব হোসেন বলেন, আমরা কয়েকজন বন্ধু ব্যাচেলর বাসায় থাকি। এ সপ্তাহের বাজার করার দায়িত্ব আমার কাধে পড়েছে। বাজারে এসে দেখছি চালের দাম অনেক বেশী। তবে সবজির দাম কমেছে। মাছের দাম কিছুটা বেশী মনে হচ্ছে। নতুন বাজারে আসা হেলেনা খাতুন বলেন, শাক-সবজি, আলু পেয়াজের দাম অনেকটা কমেছে। চালের দাম এখনো কমেনি। মুরগীর দাম আগের মতোই রয়েছে। তিনি আরো বলেন, সোনালী মুরগী ৩২০ টাকা কেজি দরে ক্রয় করেছি।খালিশপুর বাজারের চাল ব্যবসায়ী আজগার হোসেন জানান, চালের দাম এখনো কমেনি। সব জায়গাতেই চালের দাম বেড়েছে। দাম বৃদ্ধির কারনে চাল মজুদ করতে পারছি না। দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ চাল কম ক্রয় করছেন। আমরা খুচরা ব্যবসায়ী। আমরা সীমিত দামে চাল বিক্রয় করি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫