ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৫:৫৯

নড়াইলে গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো.রাজু শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানায় এ ঘটনায় জিডি করেন সাংবাদিক রাজু শেখ নিজেই। তিনি দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

জিডিতে রাজু শেখ উল্লেখ করেন, গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে প্রথম আলোর অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে ওইদিন রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ব্যবহৃত মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। এ ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন। 

ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু শেখ বলেন, গত ২৫ তারিখ রাতে 'নড়াইলে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দুই ছাত্রলীগ নেতার ভাস্কর্য ভাঙচুর' শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এর কিছু সময় পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে গালাগাল ও মামলার হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।

এদিকে সাংবাদিক রাজু শেখকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন নড়াইল জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। নড়াইল প্রেসক্লাবের সদস্য সচীব মাহবুবুর রশীদ লাবলু বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। প্রথম আলো নড়াইল প্রতিনিধি রাজু শেখ হুমকি দেওয়ার ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, যে কোন ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ভাংচুর করা দু:খজনক। সংবাদ প্রচার করে যদি তাকে হুমকি পেতে হয়। এটা কোনোভাবেই মানা যায় না। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অজ্ঞাত ওই ব্যক্তির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। যে কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, সোমবার রাতে সাংবাদিক রাজু শেখ একটি জিডি করেছেন। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত