ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাবিতে অষ্টম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু শুক্রবার


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ বিকাল ৬:৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এই উৎসবে থাকবে ১৩টি বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্ট।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের ডা. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মাসুদ রানা। এসময় আরও উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগরে অধ্যাপক তারিকুল হাসান ও ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত।

লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, ফিয়েস্টার ইভেন্টের মধ্যে একক অংশগ্রহণে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট। দলীয় অংশগ্রহণে থাকবে প্রোজেক্ট শো কম্পিটিশন, সায়েন্টেফিক ডিবেট, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং পোস্টার প্রেজেন্টেশন। এ ছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে পোস্টার প্রেজেন্টেশন। 

ফিয়েস্টা শুরুর পরদিন শনিবার (১ ফেব্রুয়ারি) টিএসসিসিতে উদ্বোধনী করা হবে। উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মাইন উদ্দিন, রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরিস এর ডিরেক্টর ড. মো. সেলিম খান এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মাসুদ রানা। 

রোববার বিকেল ৪ টায় টিএসসিসিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাবির এমিরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মাইন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমীরুল ইসলাম কনক, রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরিস এর ডিরেক্টর ড. মো. সেলিম খান এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিয়েস্টার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, যমুনা টেলিভিশন, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক দিনকাল, রেডিও পার্টনার রেডিও পদ্মা, ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা, ফুড পার্টনার কাজলা ক্যান্টিন, ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট পার্টনার পাবলিকিয়ান, আর ইউ ইনসাইডার’স।

এমএসএম / এমএসএম

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'

ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু

তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম

জাবি সায়েন্স ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক মুসা

'ই ইউনিট' পরীক্ষা দিয়ে চার বছর পর জবি নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরল

প্রাণিসম্পদ উন্নয়নে গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন শুরু শনিবার

জাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস আটক; ক্ষতিপূরণ দাবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও চলছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন