খুলনায় বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
খুলনায় বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে এবং সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত' বাতিলের সংবাদের প্রেক্ষিতে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরামের খুলনা শাখা মানববন্ধন করেছে। বুধবার ( ২৯ জানুয়ারী) সকাল ১০ টায় খুলনা পিকচার প্লেস মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে ১১-২০ গ্রেড খুলনা জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার বলেন, বিভিন্ন সরকারী বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত পাঁচ বছরেই শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩১০ শতাংশ, গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা ৫০০ শতাংশ ছাড়িয়ে যাবে। তাছাড়া, সরকারী কর্মকর্তা -কর্মচারীরা ১-২০ টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা ৫ম গ্রেডের (প্রারম্ভিক বেতন ৪৩০০০.০০ টাকা) বেতন পেয়ে থাকেন এবং ২০তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন ৮২৫০ টাকা পান। যেখানে ৫ম গ্রেডের একজন উপসচিব পদ মর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, সেখানে সকল কর্মকর্তা কর্মকচারীকে উপসিচব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য করা হচ্ছে।
‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারী মাস থেকে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য এবং আমাদের দাবিদাওয়া বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ রইলো।
এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফোরামের খুলনা শাখার সাধারন সম্পাদক ফকির মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জনাব পবিত্র মন্ডল, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ আবু আসলাম, মোঃ আব্দুস সবুর শেখ, মোঃ সরোয়ার শেখ, শেখ শাহিনুল ইসলাম,মুর্শিদা আক্তার, খুলনা আযমখান কমার্স কলেজের মোঃ আতিয়ার রহমান, জনাব জাহানারা পারভীন, খুলনা সমাজসেবা অধিদপ্তরের মো: ফয়েজ আহম্মেদ ও মোঃ জাহিদুল ইসলাম,খুলনা জেলা খাদ্য অধিদপ্তরের মোঃ বাদল হাওলাদার, খুলনা রেলওয়ের মোঃ লোকমান হোসেন, মোঃ রনি খান, খুলনা জনস্বাস্থ্য অধিদপ্তরের মোঃ জাফর ইকবাল, গাজী জসিম উদ্দিন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ শাহিনুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ তরিকুল ইসলাম, নাসিমা খাতুন, খুলনা বেতারের শুভঙ্কর কর্মকার, খুলনা প্রানি সম্পদ অধিদপ্তরের মোঃ শহিদুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, টি এন্ড টি এর মোঃ মনিরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫