রাবি শিক্ষক পুরনজিত মহালদারের স্মরণে শোকসভা
সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা সমিতি এ সভার আয়োজন করে।
শোকসভার শুরুতে ড. পুরনজিত মহালদারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. গৌতম গোস্বামী। পরে বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে তাঁর স্মৃতিচারণ করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেবা রাহাত তন্দ্রা ও মাসুদুর রহমান আসিফ। এসময় বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা স্মৃতির উদ্দেশ্যে কথা বলেন।
সভায় বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক অনীক মাহমুদ বলেন, 'পিতার আগে পুত্রের মৃত্যু, শিক্ষকের আগে ছাত্রের মৃত্যুর মতো বেদনাদায়ক আর কিছু হয় না। এমন একজন প্রতিভাবান ছাত্রের অকাল প্রয়াণে আমি খুবই বেদনাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে সেই প্রার্থনা করি।'
বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, 'আমরা যেই দেশে বাস করি সেখানে মৃত্যুর সাথে আমাদের ভাত-কাপড়ের সম্পর্ক রয়েছে। সন্তান এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য সীমাকে (পুরনজিত মহালদারের সহধর্মিনী) প্রচণ্ড শক্তিশালী ও সাহসী হতে হবে। কারণ দেখা যাবে এই দুঃসময়ে তিনি যার উপর সবচেয়ে বেশি ভরসা করবেন তিনিই মুখের উপর দরজা লাগিয়ে দেবেন। তাই তাকে বলবো সে যেন অন্য কারো উপর ভরসা না করেন। এখানে আমাদের শোক, স্মৃতিচারণ, সংকলন সবই অর্থহীন হয়ে যাবে যদি তার স্ত্রী ও সন্তানেরা কষ্টে থাকে।'
অনুষ্ঠান শেষের দিকে বিভাগের পক্ষ থেকে শোক প্রস্তাব পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া তহমিনা সরকার। শোক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের নবীন এ অধ্যাপক ও গবেষকের অকাল মৃত্যুতে বাংলা সাহিত্য গবেষণায় অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর কর্মচঞ্চল জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য যে অবদান রেখে গেছেন তা চিরঅম্লান রূপে সত্য হয়ে সমাদৃত হবে। সদালাপী ও সাহসী এই গবেষক, শিক্ষক ও সংগঠক আমাদের অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার। এসময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, অধ্যাপক মানিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সুজা-উদ্দৌলা, সহকারী অধ্যাপক ড. সুপ্রিয়া রাণী দাস, সংস্কৃত বিভাগের অধ্যাপক বীথিকা বণিক, ইংরেজি বিভাগের অধ্যাপক শাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় ড. পুরনজিত মহালদারের সহধর্মিনী সীমা তালুকদার, তিন বছরের সন্তান তূষণ মহালদার, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমএসএম / এমএসএম