ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

রায়পুরে প্রিতমের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ভাংচুর


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ৪:২৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর রায়পুর, ৩ নং চরমোহোনা ইউনিয়ন, ৩নং ওয়ার্ড আরম বেপারী বাড়ির প্রবাসী আতিফ ইসলাম রায়হানের বাড়িতে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী হামলা ও  ভাংচুর  চালায়। 
গত ৩১জানুয়ারি ( শুক্রবার)  রাত বারোটার সময় দক্ষিণ রায়পুর,  বাবুর হাট, পাটোয়ারী বাড়ির জাফর পাটোয়ারী ছেলে প্রিতম (৩৫) এর নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রবাসীর মা কোহিনুর (৫৩), বাবা নুর হোসেন (৬০),  তার স্ত্রী ও চার বছরের এক শিশুকে হত্যার  উদ্দেশ্য এ বর্বর হামলা চালানোর অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।
প্রবাসী রায়হানের মা কোহিনুর বেগম গণমাধ্যমে কেঁদে কেঁদে বলেন,  ৩০ জানুয়ারি ( বৃহস্পতিবার)  বিকেল ৩টার সময় বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে প্রিতমের স্ত্রী রিংকু ও তার শ্বাশুড়ি বিউটি বেগম আমার স্বামী নুর হোসেনকে বেদম মারধর করে,  মারধরের বিষয়ে স্থানীয় বিএনপি নেতা সফিক ভূঁইয়াকে জানালে সে স্থানীয়ভাবে বসে মিটমাট করে দেওয়ার আশ্বাস দেওয়ায়, বিষয়টি নিয়ে আমরা আর কোথাও অভিযোগ করিনি।  কিন্তু আমরা ঘুমে ছিলাম রাত আনুমানিক বারোটার পরে আমাদের বাড়িতে প্রিতমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার উদ্দেশ্য  হামলা চালিয়ে ঘরের জানালার সকল গ্লাস ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে।  আমাদের কাছে থানার কোন নাম্বার না থাকায় তৎক্ষনাৎ কিছু জানাতে পারিনি।  জীবন রক্ষায় আমরা কোন মতে ঘরের এক কোনায় আশ্রয় নেই।  তারা ঘরে প্রবেশ করতে পারলে আমাদেরকে মেরে ফেলতো।  আমরা এর উপযুক্ত বিচার দাবী করছি। "
প্রবাসীর বাবা নুর হোসেন বলেন, "প্রিতম একজন মাদকসেবী,  ও সবসময় মদ,  গাজা খেয়ে মাতাল হয়ে পরে থাকে,  গুন্ডামী,  মাস্তানী করে বেড়ায়।  ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে হামলা করে আমাদের ঘর ভাংচুর করছে, আমার চার বছরের ছোট নাতিটা এখনো ভয় পেয়ে কথা বন্ধ করে দিয়েছে,  আমরা ওর কঠোর শাস্তি দাবী করছি। "

প্রতক্ষদর্শী আনোয়ার আলী সহ স্থানীয়রা জানান,  রাত বারোটার সময় রিংকুর স্বামী  প্রিয়তমের নেতৃত্বে ২নং ওয়ার্ডের পন্ডিতবাড়ীর তামিম সহ ২০ থেকে ২৫ জনকে দেশীয় অস্ত্র,  চাইনিজ কুড়াল,  চেনি সহ নুর হোসেনের বাড়িতে ঢুকতে দেখি, রাত বারোটার সময় কেন তারা অস্ত্র সহ যাচ্ছে দেখে প্রথমে আমরা তাদেরকে বাঁধা দেই কিন্তু তারা উল্টো আমাদেরকে গালমন্দ করে হুমকি ধামকি দিয়ে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্য  ঘরের জানালার সকল গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালায়।  ভয়ে কেউ তাদেরকে বাঁধা দিতে সামনে আসেনি। ঘরে ঢুকতে না পেরে পরে তারা ফিরে যায়।
অভিযোগের বিষয়ে প্রিতমের স্ত্রী রিংকু বললেন, " গতকাল বিকেলে কোহিনূরের স্বামী নুর হোসেন বাড়ির রাস্তা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে আমাকে মারধর করে,  সে খবর আমার স্বামী শুনে রেগে গিয়ে লোকজন নিয়ে রাত বারোটার সময়ে তাদের বাড়িতে হামলা করে ভাংচুর করছে। আমি দেখতে পেয়ে হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করে আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছি। আমাকে বিকেলে মারধর না করলে তাদের বাড়িতে আমার স্বামী কোন হামলা করত না। "
অভিযোগের বিষয়ে বারবার ফোন দিয়েও রিসিভ না করায় প্রিতমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। "
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,  "এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি, আপনাদের থেকে শুনলাম, তবে অভিযোগ পেলে দ্রুত আইনী পদক্ষেপ নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০