ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জাল দলিল তৈরির মূলহোতা জোবায়ের এখন শত কোটি টাকার মালিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৫:২৫

রাজধানীতে জাল দলিল তৈরী করতে হলে জোবায়ের আহমেদের বিকল্প পাওয়া মুশকিল। ঢাকা রেজিষ্ট্রেশন তেজগাঁও কমপ্লেক্স ভবনে জাল দলিল তৈরী করতে হলে জোবায়ের আহমেদের কাছেই যেতে হবে। এ যাবত বহু জাল দলিল তিনি তৈরী করে ধরাও পড়েছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে। এখনো একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঢাকা রেজিষ্ট্রেশন তেজগাঁও কমপ্লেক্স ভবনে জাল দলিল তৈরী-সহ নানাবিধ দুর্নীতি ও চাঁদাবাজীর সাথে জড়িত বলে বিভিন্ন অভিযোগে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে জোবায়ের সামান্য বেকার থেকে শত কোটি টাকার মালিক বনে যান কারণ হিসেবে জানা যায় জোবায়ের বিগত বিএনপি আমলে স্থানীয় নেতাদের ছত্র ছায়ায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সক্রিয় ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গা ঢাকা দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্থানীয় সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর ছত্র ছায়ায় অবৈধ কমকার্ন্ডের হাতিয়ার হিসেবে বাগিয়ে নেন।

দলিল লেখার সনদ যা দিয়ে সরকারের কোটি কোটি রাজস্বখাতের টাকা ফাঁকি দিয়ে ও জাল দলিল তৈরী করা শুরু করেন এরই মধ্যে অপরাধীদের একটি গ্রুপ তৈরী করে এই তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনে টেবিল বসিয়ে চাঁদা আদায়ের মাধ্যমে প্রতিদিনকার মোটা অংকের টাকা চাঁদা হিসেবে বাগিয়ে নেন যার পুরো টাকাই যায় জোবায়েরের পকেটে। ফলে বর্তমানে শতকোটি টাকার মালিক হয়েছেন জোবায়ের।

বিভিন্ন সূত্রে জানা গেছে জোবায়ের পল্লবী সাব-রেজিষ্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস বাড্ডা সাব-রেজিষ্ট্রার মিজানুর রহমান ধানমন্ডি সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমানসহ বেশ কয়েকজন দুর্নীতিবাজ সাব-রেজিষ্ট্রার সহযোগী এডভোকেট শহিদুল ইসলাম, কানা কামাল, উমেদার মোসলেম উদ্দিন, রেকর্ডে কর্মরত দলিল লেখক নিলু, বাবু, ওয়াদুদ, মাসুম, রফিক, সুজন, কুদ্দুস গংদের মাধ্যমে দীর্ঘদিন রেজিষ্ট্রেশন ভবনটিতে ঘুষ দুর্নীতির আস্তানায় পরিণত করেন।

জোবায়ের গংয়ের অত্যাচারে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধিকে বলেন ২৬ অক্টোবর ২০১৪ সালের রাজধানীর বাড্ডায় ১৪ শতাংশ জমি শুধুমাত্র ক্ষমতার জোরে ভুয়া জাল দলিলের মাধ্যমে মৃত আব্দুল মালেকের মৃত্যুর পর একজনকে ভুয়া নাতী সাজিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যকে ওই জমিটির সাফ-কবলা দলিল সম্পাদন করে দেন। বর্তমানে দুদকের উপ পরিচালক হামিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন ০৬/০১/২০১৬ইং তারিখে উক্ত জমির মূল দলিল ৪০২৪, ০৮/০২/১৯৭৭ ইং জাল দলিল নং -৯০৭৭।

ধানমন্ডি ঢাকা জাল দলিল নং-১৮২০, ৪০৫০, ২০১৬ সম্প্রতি পল্লবী বাউনিয়া মৌজার ১০ শতাংশ বাণিজ্যিক প্লটের জমি ডোবা বানিয়ে জোবায়ের সাব-রেজিষ্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস গংদের বিরুদ্ধে বিপুল অংকের রাজস্ব ফাঁকি ঘুষ দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় রাজস্ব বোড মনে করে অভিযুক্ত আসামীদের ঠিকানায় অভিযান চালালে সরকারের ক্ষতি হওয়া রাজস্ব কিছুটা হলেও আদায় করা সম্ভব।

একাধিক সূত্রে জানা গেছে জোবায়ের পিতা মৃত শফিক আহমেদ মাতা তছুফা খাতুন স্থানীয় নিবাস চর মোহাম্মদপুর থানা কোতয়ালী জেলা সিলেট বর্তমান ঠিকানা হ্যাপী হোমস্ কুনিপাড়া তেজগাঁও ঢাকা। জোবায়ের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি ঘুষ বাণিজ্য জমির শ্রেণির পরিবর্তন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা লন্ডনে পাচার, নামে বে-নামে ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলন করেছেন। স্ত্রী মর্জিনা আক্তার পলি ঢাকা সেটেলমেন্ট প্রেসে অফিস সহকারী ৩ মেয়ে ভাই বোন শ্বশুর শ্বাশুড়ীর নামে বে-নামে ব্যাংক একাউন্ট অবৈধ সম্পদ অর্জন করেছেন।

২০১০ সালে দলিল লেখার সনদ ৩৬৬ পাওয়ার পর তেজগাঁও রেকর্ড রুমে আলী সুমন নামে একজন প্রবীণ দলিল লেখকের বসার জায়গা জোরপূর্বক দখল করেন এতে পুরো রেজিষ্ট্রেশন ভবনে ক্ষোভের সৃষ্টি হয়। জোবায়ের অফিসে বসে ভলিউমের পাতা ছেড়া দাগ ওভার রাইটিং দাতা গ্রহিতার নাম পরিবর্তন নিজে শুরু করেন বলে জানা যায়। ভুয়া সাটিফাইড কপি জরিপ অধিদপ্তরে স্ত্রীর মাধ্যমে জমা দিয়ে একজনের সম্পদ অন্যজনকে রেকর্ড করে দিতেন বলে অভিযোগ পাওয়া যায়। রেজিষ্ট্রেশন ভবনে জমি মুসাবিদা করতে আসা নিরীহ গ্রহিতার কাছে বিভিন্ন কাগজপত্রের ঝামেলা আছে বলে মোটা ঘুষ বাণিজ্য করতেন জোবায়ের গংরা।

কেউ এর প্রতিবাদ করলে তার পোষা সন্ত্রাসী বাহিনী নানা ভয় দেখিয়ে হয়রানী করতো এবং মিথ্যা মামলার হুমকি দেয়া হতো বলে জানান। ক্ষমতার প্রভাব খাটিয়ে অদক্ষ্য দলিল লেখদের বসিয়ে লক্ষ লক্ষ টাকার সিট বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে খবর পাওয়া গেছে। একাধিক সূত্রে জানা গেছে স্ত্রীর নামে সাভারে একটি বিলাস বহুল ৬ তলা বাড়ি লন্ডনে একটি বাড়ি সেখানে বড় মেয়ে থাকেন। তেজগাঁও একটি ফ্ল্যাট ৪টি গাড়ি করেছেন। জোবায়ের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করেন ভুক্তভোগীরা তার মধ্যে কলাবাগান থানায় মামলা নং-৪-১১-২০২১।

তেজগাঁও শিল্প থানা মামলা নং-১০-০১-২০১৬, তেজগাঁও শিল্প মামলা নং-২৬/১০/২০১৪ কলাবাগান থানা মামলা নং-০১/১১/২০২১, কলাবাগান থানা মামলা নং-১৯০/২০২১ কলাবাগান থানা মামলা নং-৪১৯০ কলাবাগান থানা ১৭/০৬/২০২৩ কোট পিটিশন মামলা ২৪৪/২০২১ সহ আরও বেশ কয়টি মামলা হয়। এলাকাবাসী ও ভুক্তভোগীরা হাতাশা প্রকাশ করে বলে দাগী দুর্নীতিবাজ সন্ত্রাসীর গডফাদার ও স্বৈরাচার শেখ হাসিনার দোসর কিসের জোরে ধরা ছোঁয়ার বাইরে থেকে অবৈধ কমকান্ড চালাচ্ছে তাই এলাকাবাসী অনতিবিলম্বে দুর্নীতিবাজ জোবায়ের গংদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছেন অন্তর্বতীকালীন সরকার প্রশাসনের কাছে।   

 

জামিল আহমেদ / জামিল আহমেদ

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক