সদরপুরে মাহিন্দ্রা-নাসিমনের সংঘর্ষে নিহত-১
ফরিদপুরের সদরপুরে রোববার রাতে মাহিন্দ্রার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালক সঞ্জয় দরানী(২৪) নিহত হয়েছেন।নিহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর ছেলে। সে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা এলাকার সদরপুর-আটরশি আঞ্চলিক সড়কের প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সদরপুর বাজার থেকে একটি নছিমন বাইশরশির দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়া থেকে একটি মাহিন্দ্র সদরপুরের দিকে আসছিল। পথে কালিখোলা এলাকায় প্রশিকা অফিসের সামনে নছিমনটির সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে যায় ও চালক পাকা সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম