রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শেখ রিয়াদ (১৯) নামে ওই ছাত্র প্রতিনিধি বুধবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রিয়াদ সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা শাখার কর্মী।
তিনি অভিযোগ করেন, উপজেলার রৌহা এলাকার জুবায়ের (২৫), লিখন (২২), শিহাব (২০), সাব্বির (২৩) ও কামরান (২৪)সহ আরও দুই–তিনজন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতে তাঁর ওপর ও তাঁর সহপাঠীদের ওপর হামলা চালান।
গত ৮ ডিসেম্বর দুপুর দুইটার দিকে কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, খুর, ব্লেড, চাইনিজ স্টিক, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে রিয়াদসহ কমপক্ষে তিনজন ছাত্র আহত হন। তাঁদের একজনের মাথায় গুরুতর জখম হয় এবং ক্ষতস্থানে পাঁচটি সেলাই দিতে হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে নাম এসেছে মো. সিমান্ত তালুকদার, মো. তাঈম সরকার ও মো. আব্দুর রহমানসহ আরও কয়েকজনের।
অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে আপসের আশ্বাস পাওয়ায় কিছুটা দেরিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শেখ রিয়াদ বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর দাবি, বর্তমানে তারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার প্রভাব ও ছত্রচ্ছায়ায় সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য হয়েছেন।
রিয়াদের অভিযোগ, এই সুযোগে তারা শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় আগের মতোই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে প্রকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, লিখিত অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫