ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৫৮

ষড় ঋতুর বাংলায় ঋতু চক্রের আবর্তে হেমন্তের শেষভাগে দরজায় কড়া নাড়ছে শীত। ডিসেম্বরের শুরু থেকেই ভোরে প্রকৃতি জুড়ে ঘন কুয়াশা আর রাতের হিমেল হাওয়ায় বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতবস্ত্রের চাহিদা। ফলে এলাকার ছোট-বড় গার্মেন্টস দোকানগুলো এখন ক্রেতাদের ভিড়ে মুখরিত। বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনা।

সরজমিনে উপজেলা সদররের রাহাত ফ্যাশন, ভাই ভাই গার্মেন্টস, জননী ফ্যাশন হাউস, রাধাগোবিন্দ বস্ত্রালয়, মা ফ্যাশন, খান শপিং সেন্টারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের গোপালপুর বাজার আসমা বাজার ও বিভিন্ন ইউনিয়নের বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান সব জায়গাতেই শীতবস্ত্র কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। অন্যান্য জিনিস-পত্রের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে পোশাকের দামও। নতুন পোশাকের দাম এতই বেড়েছে যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ফলে শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষগুলো কম মূল্যের শীতবস্ত্র কিনতে ছুটছেন ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকান গুলোতে এছাড়াও ভ্যানে করে কাপড় বিক্রির দেখা মিলছে শহরের বিভিন্ন জায়গায়। গত এক সপ্তাহ ধরে সকাল থেকে রাত পর্যন্ত শীতবস্ত্র কেনার ধুম পড়েছে। ক্রেতারা তাদের সাধ্যমতো কম বা বেশি মূল্যের শীতবস্ত্র কিনছেন। তবে বেশিরভাগ নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের দোকান গুলোতে।

এছাড়াও উপজেলার অন্যান্য এলাকার স্থানীয় সাপ্তাহিক হাটেগুলোতেও দেখাগেছে, শীতবস্ত্র বেচা-কেনার ব্যস্ততা। ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট বড় সব বয়সীদের স্যুয়েটার, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, বেবিস্যুট, মাংকিটুপি, মোজাসহ নানা রংয়ের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা। এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। ফুটপাতে কম দামে ভালো পোশাক পাওয়া যায় তাই নিম্নবিত্তদের সাথে সাথে মধ্যবিত্তের ক্রেতারাও পছন্দের পোশাকটি কিনে নিচ্ছেন। নিম্ন আয়ের মানুষেরা ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড (ব্যবহৃত) সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলারের পাশাপাশি কম্বল, কাঁথা, হুডি, গরম মোজা, উলের টুপি সবকিছুই কিনছেন হাট বারে অস্থায়ী দোকান কিংবা রাস্তার পাশের ভ্যান থেকে।

উপজেলা সদরের গোপালপুর বাজারে শীতবস্ত্র কিনতে আসা দিলরুবা খানম, জুবায়েদা খাতুন, আসমা বাজরের ক্রেতা গীতালি সরকার, মন্টি সরকার জানান, শীত সবে শুরু হয়েছে এখন পর্যন্ত শীতের তীব্রতা বাড়েনি। শীতের শুরুতেই কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে শীত তীব্রতা বাড়লে তা ক্রেতাদের নাগালের বাইরে চলে যাবে।

তারা আরও বলেন, কিছু দোকানে শীতবস্ত্রের দাম তুলনামূলক বেশি। আমরা গতবার যে সোয়েটার ৭০০-৮০০ টাকায় কিনেছি, এ বছর তার দাম ১,০০০-১,৫০০ টাকা চাইছে। তার পরও শীত তো পড়ছেই, কিনতেই হবে। তবে অনেক ক্রেতা বলেন, বিভিন্ন দোকান ঘুরে দেখলে ভালো দামে মানসম্মত পণ্য পাওয়া যাচ্ছে।

উপজেলা সদরের ফুটপাতে পুরাতন কাপড়ের পসরা সাজিয়ে বসা বাজারের ফুটপাতের বিক্রেতারা বলেন, এখনো তেমন একটা শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে। তবে মুকামে দাম বেশির কারণে আমরাও ক্রেতাদের নিকট দাম একটু বেশি ধরছি। তবে শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের মূল্য বাড়বে তাদের ধারণা। মূল্য যাইহোক না কেন বড় বড় দোকানের চেয়ে ফুটপাতে অনেক কম মূল্যে গরম কাপড় পাওয়া যায়। আর শীতের তীব্রতা বেড়ে গেলে ভিড় আরো বাড়বে বলে আশা করছেন তারা।

তারা আরও বলেন, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে কম দামে গরম পোশাক কিনতে স্বল্প আয়ের মানুষরা ফুটপাতে বসা আমাদের দোকানগুলোতে ভিড় করছেন। আমাদের এসব দোকান থেকে সর্বনিম্ন ১৮০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় বাহারি রঙের ও ডিজাইনে বিভিন্ন ধরনের শীতের পোশাক কিনতে পারছেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

বেচাবিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে গোপালপুর বাজারের পোশাক বিক্রেতা পলাশ মোল্লা, রুবেল মিয়া, টিটু খান, রকি মোল্লা বলেন, গত এক সপ্তাহ ধরে শীতের পোশাক ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে নানা ধরনের বিভিন্ন ডিজাইনের নতুন নতুন কোয়ালিটির পোশাক তুলেছি। তাই ক্রেতারাও ভিড় করছেন তাদের পছন্দের পোশাক কিনতে।

তারা জানান, বর্তমান পরিস্থিতিতে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ায় বেচা-কেনা গত বছরের তুলনায় কম হচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের কাপড়ের চাহিদা বেড়েছে। তবে শীতের তীব্রতা আরো বাড়লে ক্রেতার সংখ্যাও বাড়বে।

উপজেলা সদরের গরুহাট্টা ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা অটোরিক্সা চালক ইদ্রিস আলী, রিক্সা চালক মৌজ আলী ও কৃষক তরুণী সিংহ বলেন, আমাদের মত দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজন এসব পোশাকের ক্রেতা। এখানে স্বল্প আয়ের লোকজন নিজেদের সাধ ও সাধ্যের মধ্যে বিভিন্ন ধরনের পোশাক কিনতে পারছি। তাই কেনাকাটাও বেশি হচ্ছে। আমরা নিজেরসহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কয়েকটা পোশাক কিনেছি।

বাউসী বাজারে ফুটপাতে কাপড় কিনতে আসা রাহেলা বেগম নামের এক ক্রেতা জানান, বাজারে অনেক দোকান ঘুরেছি কিন্তু গতবারের তুলনায় এবার দাম বেশি। তাই এখন বাজারের ফুটপাত থেকে তুলনামূলক কম দামে কিনতে আসলাম। পছন্দ করে আমার ও ছেলে-মেয়েদের জন্য তিনটা শীতের পোশাক কিনেছি।

স্থানীয় ক্রেতারা বলছেন, শীত যত বাড়ছে, শীতবস্ত্রের বাজার তত জমে উঠছে। ব্যবসায়ীরাও আশা করছেন, পুরো ডিসেম্বর জুড়েই এভাবে বেচাকেনার ব্যস্ততা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা