নালিতাবাড়ী কণিকা ক্যাডেট একাডেমি: ৫ শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
কণিকা ক্যাডেট একাডেমি, নালিতাবাড়ী শাখা হতে ৫ শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক সাইয়েদ কুতুব।
রোববার(২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।
কণিকা ক্যাডেট একাডেমি, নালিতাবাড়ী শাখা হতে ৫ জন উত্তীর্ণরা হলেন, অংকন চন্দ্র সরকার, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ১০৯২০৩০৯৩৭, মোস্তফা সুলতান খান জাকি, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ১০৯২০০১৮৪১, রায়হানা তাসনীম রিফা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইনডেক্স: ২০৯১১২০৮৫৬, ইসরাত মেহেরীন মুন, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ২০৯১০০০৩৪০, নুসরাত জাহান দিবা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইনডেক্স: ২০৯১০০০৮৮৫।
প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ৪ ফেব্রুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসের ২৫ ই বেঙ্গলে (সিগন্যাল গেট/অফিসার্স মেস সি–সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।
এমএসএম / এমএসএম