ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার ধামরাইয়ে সরকারি জমিতে অবৈধভাবে নির্মানাধীন দোকান উচ্ছেদ করেছে ধামরাই উপজেলা প্রসাশন।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। এর আগে রবিবার উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
অভিযানে খাস জমিতে নির্মানাধীন দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন,অবৈধভাবে খাস জমি দখল করে দোকার করার অভিযোগে অভিযান পরিচালনা করে নির্মানাধীন দোকান উচ্ছেদ করা হয়। পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান।
এমএসএম / এমএসএম