ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৫:৩৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ  টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতারক  তাহমিনার বিরুদ্ধে।  কেউ টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে বিভিন্ন  মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।  তাহমিনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতসহ থানায় একাধিক  লিখিত অভিযোগ রয়েছে।  তাহমিনা উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার  আমির হোসেনের স্ত্রী ও উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকার আজগর আলীর মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়,  গত ২০২২ সালের ১৪ আগস্ট উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে  ইউসুফের কাছ থেকে ব্যবসা করার কথা বলে  নন জুডিশিয়াল  স্ট্যাম্পে লিখিতভাবে নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা নেয়। ওই টাকা  ইউসুফ মিয়া  তাহমিনার কাছে গত ২০২৪ সালের ১০ নভেম্বর  টাকা ফেরত চাইলে তাহমিনা দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করে ঘুরাচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়। উপায়ন্তর না পেয়ে ইউসুফ মিয়া বাদী হয়ে তাহমিনাকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং- ৩/২৫। এ মামলার দায়ে তাহমিনাকে ওয়ারেন্ট ভুক্ত করে আদালত। মামলার খবর পেয়ে তাহমিনা আক্তার মামলার বাদী ইউসুফকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে  মিথ্যা তথ্যের  ভিত্তিতে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী  আয়েশা বেগমের কাছ থেকে গত ২ বছর পূর্বে হাওলাত বাবদ দেড় লাখ টাকা নেয়। ওই টাকা ফেরত চাইলে গত ১৫ জানুয়ারি সকালে তাহমিনা ও তার স্বামী আমির হোসেনসহ ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী নিয়ে আয়েশা বেগমের বাড়িতে হামলা চালায়। টাকা দিবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। 

একই এলাকার বুলবুল আহম্মেদের স্ত্রী বিউটি আক্তারের কাছ থেকে গত দেড় বছর পূর্বে দেড় লাখ টাকা নেয়। ওই টাকাও বিউটি আক্তার ফেরত চাইলে প্রতারক তাহমিনা আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে তালবাহানা করে। পুনরায় আবার গত ২০ জানুয়ারি  টাকা চাইলে তাহমিনা ক্ষিপ্ত হয়ে তার ভারাটে সন্ত্রাসীদের নিয়ে বিউটি বেগমের বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে বিউটি আক্তার বাদী হয়ে তাহমিনা আক্তার ও তার স্বামীসহ ৫/৬ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

একই এলাকার ভুক্তভোগী শামীমার কাছ থেকে  ব্যবসায়িক প্রয়োজনে এক মাসের কথা বলে ২০ হাজার, সৈকত আলীর স্ত্রী পারুলের কাছ থেকে ৪০ হাজার,  রফিকুল ইসলামের স্ত্রী শামীমার কাছ থেকে  ৭০ হাজার,  মৃত আলী হোসেনের স্ত্রী তাছলিমার কাছ থেকে ২০ হাজার, পিয়ারা বেগমের কাছ থেকে ১ লাখ টাকা, হাছেন আলির স্ত্রী  রহিমার কাছ থেকে দেড় লাখ টাকা নেয়। এভাবে অনেকের টাকা সে প্রতারণা করে নিয়ে উধাও হয়ে যায় তাহমিনা। 
অভিযুক্ত তাহমিনা বলেন, তার ব্যাবহার করা মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, 
তাহমিনার বিরুদ্ধে টাকা সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি এবং তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ