ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

কদমতলী থেকে চুরি হওয়া ৪ কোটি টাকার মালামাল কেরানিপাড়া থেকে উদ্ধার 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ১০:৫৮

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চুরি হওয়া মালামাল যাত্রাবাড়ী এলাকার কেরানীপাড়া পুরাতন মসজিদের সামনে প্যাকেজিং কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।গত ২৮ ডিসেম্বর কদমতলী থানা এলাকার জনতাবাগের একটি গোডাউন থেকে এসব মালামাল চুরি হয়। এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ নাইম বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা করেন।

কদমতলী থানার মামলা নং-৬৬। মামলায় আটজনকে অভিযুক্ত করা হয়। এরা হচ্ছেন নাসির উদ্দিন (৪৩), মাহবুব আলম ভূঁইয়া (৪২), আরিফ হোসেন, সাজ্জাদুর রহমান, মোসাম্মৎ রোকেয়া সুলতানা বিথি (৩৫), মোফাজ্জল হোসেন (৫০), মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস (৩৫), মোঃ আমিনুল ইসলাম। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১লা ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কেরানি পাড়া পুরাতন মসজিদের সামনে আলী আজগর খানের বাড়ির রুবেল এর প্যাকেজিং কারখানা থেকে এই মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামাল গুলোর মধ্যে ছিল মেডিকেল সার্জিক্যাল সামগ্রী । ঘটনাস্থলে কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানা গেছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার ডিসি (ওয়ারি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, পুলিশ প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে  দেখে,২৮ ডিসেম্বর কদমতলী থানা এলাকায় যে চুরির ঘটনাটি ঘটে সেখানে মুল্যবান চিকিৎসা সামগ্রী বিশেষ করে সার্জিক্যাল আইটেম গোডাউনে রক্ষিত ছিল সেগুলো চারটি ট্রাকে করে মালামাল চুরি করে নিয়ে যায়,এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পক্ষের অভিযোগ পেয়ে আমাদের টিমগুলো মাঠে নেমে অনুসন্ধান করে এবং তদন্ত টিম চোরাই মাল রাখার সুনির্দিষ্ট স্থান খুঁজে পায় এবং ট্রাক ভর্তি করে চোরাই মাল উদ্ধার করা হয়।

তাদের খোয়া যাওয়া মালের ষ্টক ও উদ্ধার করা মালের সিজার লিষ্ট চেক করে দেখা হবে সব মাল উদ্ধার হয়েছে কিনা। কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শহীদ সোহ্ওয়ার্দী হাসপাতের পরিচালকের বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জাগ্রত পার্টির চেয়ারম্যান

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

সিআরআই'র অফিসে খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক

আদালতে বিচারাধীন মামলার পরেও করিমকে রাজউকের দায়মুক্তি

ভাষার মাসে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের কালো টাকা পাহাড়

কদমতলী থেকে চুরি হওয়া ৪ কোটি টাকার মালামাল কেরানিপাড়া থেকে উদ্ধার 

সুত্রাপুর যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত

সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন

ষড়যন্ত্রের শিকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক মহিনুল ইসলাম

দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু জাফর সম্পাদক জালাল খান