রায়পুরে প্রতিবন্ধদের মাঝে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ' এই স্লোগানকে সামনে রেখে রায়পুরে প্রতিবন্ধদের মাঝে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসময়ে ২০০জনকে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয় ও দশ জন প্রতিবন্ধী শনাক্তকরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান খান ( উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর), সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফয়জুননেছা পান্না (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা), সুমন মুন্সী(উপজেলা প্রকোশলী), মোঃ এমদাদুল হক(সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা), মোঃ মাঈন উদ্দিন(উপজেলা একাডেমিক সুপারভাইজার), মোঃ মঈনুল ইসলাম (উপজেলা শিক্ষা অফিসার), ডাঃ পিযুষ চন্দ্র দাস , (রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ফখরুল ইসলাম শামীম ( সুপার ভাইজার( রায়পুর উপজেলা, সমাজ সেবা ), আনোয়ার হোসেন( ইউনিয়ন সমাজ কর্মী), আমীন আহমদ (ইউনিয়ন সমাজকর্মী), আরিফ হোসেন ( অফিস সহকারী কম্পিউটার অপারেটর), ছালেহ আহমেদ সহ নাগরিক সুবিধাভোগী প্রতিবন্ধী , সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম