ভোলায় ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ভোলা সদর উপজেলার ২ ( দুই) দিন ব্যাপী ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (০৫ ফেব্রুয়ারি )বুধবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফজলে গোফরান জেলা শিক্ষা অফিসারভোলা, মোঃ আজাহারুল হক প্রধান শিক্ষক ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। উপজেলার ৮৫ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম