আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার সময় মহানগরীর বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে মন্ত্রী মার্কেটের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ওয়াসিফ সালিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুজ্জামান, সহ-সভাপতি মো: রেজাউল মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন,
দপ্তর সম্পাদক মামুনুর রশীদ,প্রচার সম্পাদক মোঃ পিয়াস চাঁকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বলেন,আগামীদিনে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোনাবাড়িতে অপকর্ম করার চেষ্টা করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যদি আপনারা যদি পলায়নকৃত নেত্রীর কথায় নৈরাজ্যের সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম