ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:৮

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। তবেই আমরা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে পারবো। তিনি বলেন, কোন সরকার জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না, বিগত সরকারও পারেনি। তারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তাদের পতন হয়েছে। জুলাইয়ের প্রেরণাকে কাজে লাগিয়ে নতুন ভাবে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তিনি বুধবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্য উৎসবের অংশ হিসেবে 'পিঠাপুলি উৎসব-২০২৫' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহিদ ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা ও কলেজের সমস্যা সমাধানে সব রকমের প্রদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। কলেজের অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহানের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠাপুলি উৎসব ২০২৫ এর আহবায়ক মো. জয়নুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান। অনুষ্টানে কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান, ছালমা ইয়াছমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, সুপ্তা রানী চৌধুরী, মো: ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মো: শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, মো: আতাউর রহমান ভূঞা, মাহমুদা আক্তার, দীপক চন্দ, নুরজাহান খাতুন, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, সৈয়দা মোমেনা বেগম লিমু, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, শরীরচর্চা শিক্ষক আব্দুছ ছাত্তার, সহকারী লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাস প্রমুখ। পিঠাপুলি উৎসবে সর্বমোট ১৪টি স্টল দেয়া হয়। তন্মধ্যে অনার্স বিভাগের ০৯টি, ডিগ্রি পাস থেকে ০১টি, উচ্চ মাধ্যমিক থেকে ০২টি এবং রক্তদান কর্মসূচি থেকে ০১টি ও প্রকাশনা থেকে ০১টি স্টল দেয়া হয়।

এমএসএম / এমএসএম

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার

কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল

বান্দরবানের আলীকদম সেনা জোনের আর্থিক অনুূদান