ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:৮

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। তবেই আমরা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে পারবো। তিনি বলেন, কোন সরকার জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না, বিগত সরকারও পারেনি। তারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তাদের পতন হয়েছে। জুলাইয়ের প্রেরণাকে কাজে লাগিয়ে নতুন ভাবে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তিনি বুধবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্য উৎসবের অংশ হিসেবে 'পিঠাপুলি উৎসব-২০২৫' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহিদ ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা ও কলেজের সমস্যা সমাধানে সব রকমের প্রদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। কলেজের অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহানের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠাপুলি উৎসব ২০২৫ এর আহবায়ক মো. জয়নুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান। অনুষ্টানে কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান, ছালমা ইয়াছমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, সুপ্তা রানী চৌধুরী, মো: ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মো: শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, মো: আতাউর রহমান ভূঞা, মাহমুদা আক্তার, দীপক চন্দ, নুরজাহান খাতুন, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, সৈয়দা মোমেনা বেগম লিমু, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, শরীরচর্চা শিক্ষক আব্দুছ ছাত্তার, সহকারী লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাস প্রমুখ। পিঠাপুলি উৎসবে সর্বমোট ১৪টি স্টল দেয়া হয়। তন্মধ্যে অনার্স বিভাগের ০৯টি, ডিগ্রি পাস থেকে ০১টি, উচ্চ মাধ্যমিক থেকে ০২টি এবং রক্তদান কর্মসূচি থেকে ০১টি ও প্রকাশনা থেকে ০১টি স্টল দেয়া হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক