মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যান সহকারি শামীম আরার লাগাতার অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিল্ড পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা। এ অনিয়ম বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গনস্বাক্ষরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্ট্যাব্যাপী এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই), পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউ ভি) মাঠ পর্যায়ে ৮৭ জন কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, পরিবার পরিকল্পনা অফিসের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা দীর্ঘ বছর ধরে কর্মস্থলে অফিস না করে ঢাকায় অবস্থান করে মাঝের মধ্যে দায়সারাভাবে কর্মস্থলে এসে নামেমাত্র চাকুরি করে বেতন ভাতা উত্তোলন করছেন। দীর্ঘদিনের তার এ অনিয়মের কারনে সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিগত দিনে এ অফিসের কর্মকর্তাদের ভয়ভীতি ও চাপপ্রয়োগ করে রাজনৈতিক শেল্টারে দিনের পর দিন অনিয়ম করে আসছেন।
সম্প্রতি মোরেলগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক তার অনিয়মের প্রতিবাদ করায় শামীম আরার স্বামী মিজানুর রহমান কর্মকর্তাকে হুমকি অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ছাড়াও কর্মকর্তা ডা. হাসান তারেকের বিরুদ্ধে ঢাকা মহাপরিচালক বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে।
কর্মসূচি থেকে বিক্ষোভকারিরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেকের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারসহ পরিবার কল্যাণ সহকারী শামীম আরার তদন্ত পূর্বক বিচারের দাবি জানান সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের প্রতি। অন্যথায় তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিবার কল্যান সহকারি সভানেত্রী নাজমা খানম, এমদাদুল হক তপু, এফপিআই জুয়েল আজাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ বিষয়ে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা বলেন, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। যা উর্দ্ধতন কর্তৃপক্ষকে যথাযথভাবে জানানো হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অশ্লীল ব্যবহার কথাটি সঠিক নয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত