রূপায়ণ সিটিতে মুখরোচক খাবারে মেলা
ছুটির দিনে পড়ন্ত বিকালে টকের সাথে ফুচকা আর মাইকেল জ্যাকসন হাতে হাল্কা দেশি কাঁচামরিচ দিয়ে ঝালকরে বিভিন্ন মসলা দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সাথে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডা আর বাচ্চাদের নিয়ে পিঠা, জিলাপি, আইসক্রিম, ভুট্টা, আলুর চপ বেগুনি পিয়াজু, হরেক রকমের ফলের সালাদ খেতে মেতে উঠে শৈশবে স্বপ্নের মত। এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে জাঙ্ক ফুড ফেস্টিবল আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার ম্যাজিস্টিক পেরিফেরাল রোডে মুখরোচক খাবারে আয়োজন করে রূপায়ণ সিটি।
স্টল গুলোতে ঘুরে দেখা যায়, প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। খাবারের সাথে সাথে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি। আর নাচে গানে মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন, বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করে গ্রাহকরা। অন্যদিকে লেবু চা, পুঁদিনা পাতার চা, আদা চা, মালটা চা, তেতুলের চা, আর কফি সহ মসলার চা সাদ নিতে দেখা যায় অনেকে। পিছিয়েছে নেই ছোট শিশুরা। পরিবার-পরিজনের সাথে আইসক্রিম, জিলাপি, পিঠা, ফলমূল খাবারে মেতে ওঠে তারা।
রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, জাঙ্ক ফুড মানে জিভে জল আসা, লোভনীয় অনেক খাবারগুলো একসাথে নিয়ে রূপায়ণ সিটি আয়োজন করেছ জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান ( All Junk is not junk ) অর্থাৎ লোভনীয় খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত উপায় খাবার গুলোকে পরিবেশন করে রূপায়ণ সিটির সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের পরিবেশন করাই এই ধরনের ফুড ফেস্টিভ্যাল এর মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, এই ধরনের উৎসবের মধ্য দিয়ে তারা যেন তাদের শৈশব ও পথের ধারে যে সকল মুখরোচক খাবার রয়েছে তার স্বাদ নিতে পারে। মানুষের মধ্যে মনো জাগতিক বিকাশের জন্য সব সময় রূপায়ণ সিটি উত্তরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম শিক্ষা, সংস্কৃতি সহ মনোজাগতিক বিকাশ সংক্রান্ত অনুষ্ঠান করে থাকে। এই নির্মল আনন্দ দেয়া তার একটি অংশ মাত্র। জাঙ্ক ফুড ফেস্টিবল ও স্ট্রিট ফুড স্বাস্থ্যসম্মত উপায় ছুটির দিনে এখান কার বাসিন্দা ও গ্রাহকদের আনন্দর দিয়াই আমাদের মূল লক্ষ্য ছিল।
এমএসএম / এমএসএম
২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ
ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর
কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত
রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী পালন
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত