ডুমুরিয়ার পাইকারি বাজারে টমেটোর ছড়াছড়ি
ডুুমুরিয়ার পাইকারি বাজারে টমেটোর ছড়াছড়ি। খুলনার বাজারে শীতের শুরুতে টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও শীতের শেষ মুহূর্তে এসে এখন ১০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এদিকে, ডুমুরিয়ার পাইকারি বাজারে আকারভেদে ৩ থেকে ৫ টাকাতে বিক্রি হচ্ছে প্রতিকেজি টমেটো।
আজ দুপুরে খুলনার অন্যতম ডুমুরিয়ার পাইকারি বাজারগুলো ঘুরে এমনটি দেখা গেছে। পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ব্যাপারীরা টমেটো বিক্রি নিয়ে পাড় করছেন ব্যস্ত সময়। আড়ৎগুলোতে ব্যাপারীরা করছেন টমেটো বাছাই। কৃষকরা ভ্যান ভরে নিয়ে আসছেন টমেটো। অনেক ব্যাপারী আবার পিকআপ নিয়ে বিভিন্ন ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে নিয়ে আসছেন আড়ৎগুলোতে। আকারভেদে টমেটো বাছাই করে ট্রাক ভর্তি করা হচ্ছে শহরের বাজারে পাঠানোর জন্য। অন্যদিকে, খুচরা ব্যবসায়ীরা ভ্যান ভর্তি করে টমেটো নিয়ে যাচ্ছেন খুচরা বাজারে।
ডুমুরিয়ার পাইকারি বাজারের আরৎদাররা জানান, এবার শীত মৌসুমে ডুমুরিয়ায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু শীত কমতে শুরু হওয়ায় খুচরা পর্যায়ে এখন টমেটোর চাহিদা কম। শীতের সবজিও কমতে শুরু করেছে। টমেটোর দাম এখন অনেক কম। এ সুযোগে বড় কোম্পানিগুলো টমেটো সংগ্রহ করছে। অনেকেই কোল্ড ষ্টোরেজ করে এ টমেটো পরবর্তী শীত মৌসুম পর্যন্ত সংরক্ষণ করবে।
ব্যবসায়ী সজিব ভুইয়া বলেন, টমেটোর দাম কমে যাওয়ায় কোম্পানিগুলো টমেটো সংগ্রহ করছে। বাছাই করা ফ্রেস টমেটো প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাছাই ছাড়া টমেটো তিন টাকা দরে বিক্রি হচ্ছে। আড়ৎদার হাফিজুল ইসলাম বলেন, এখন শীত মৌসুমের শেষ মুহুর্তের টমেটো বিক্রি চলছে। আর একটু গরম পড়লে টমেটো পঁচতে শুরু করবে। এজন্য ক্ষেত থেকে কৃষকরা টমেটো তুলে সব বিক্রি করে দিচ্ছেন। শীতের সবজিও বাজারে কমতে শুরু করেছে। তিনি আরো বলেন, বড় বড় সস কোম্পানিগুলো ব্যাপারীদের মাধ্যমে টমেটো সংগ্রহ করে। ব্যাপারীরা চাহিদামতো বাছাই করা টমেটো সরবরাহ করেন।
ব্যাপারী সবুর মিয়া বলেন, শীতের শেষে সস কোম্পানির টমেটোর চাহিদা বেশী থাকে। আমরা চাহিদা অনুযায়ী টমেটো সরবরাহ করি। বিভিন্ন এলাকার আড়ৎ থেকে আমরা টমেটো সংগ্রহ করি। আড়ৎদারদের অগ্রিম বলে রাখতে হয়। কারন শীতের শেষে বড় মার্কেটে টমেটোর চাহিদা তুলনামূলক বেশী থাকে।
কৃষক হান্নান শেখ বলেন, অক্টোবরের শুরু থেকে টমেটো তোলা শুরু হয়। শীতকালীন এ টমেটো মার্চের শুরু পর্যন্ত পাওয়া যায়। এরপর গরমকালীন সবজি বাজারে আসে। এজন্য মার্চ মাসে আর টমেটোর চাহিদা থাকে না। তিনি আরো বলেন, এবার পুরো শীত জুড়ে টমেটো আর ফুলকপি চাষ করেছি। তবে টমেটোর ফলন ভালো হয়েছে। শীতের শুরুতে ভালো দাম পেলেও গত দুই সপ্তাহ ধরে টমেটোর দাম কমে গেছে।
শরাফপুরের কৃষক ছমেদ আলী বলেন, এবার শীতে আমাদের ইউনিয়নে বেশীরভাগ জমিতে টমেটো আর ফুলকপি চাষ হয়েছে। এখনো ক্ষেতে টমেটোর দুই তোলা দেয়া যাবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫