ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করলো আমেরিকার নাগরিক এলাকা জুড়ে আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ২:৩৮

রাজধানীর মোহাম্মদপুরে দিনের আলোতেই প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনিতেই মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত এলাকা বলে চিহ্নিত রয়েছে। ৫ আগস্টের পর থেকে এলাকাটিতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকলেও নতুন করে প্রকাশ্যে পিস্তল নিয়ে রাস্তায় বের হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পরে মোহাম্মদপুর টাউন হল শের শাহ্ সুরি রোডের এলাকায়। 

খোঁজ নিয়ে জানা যায় পিস্তল হাতে ব্যক্তি ৩১ নং ওয়ার্ড জাতীয় পার্টির কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বড় ভাই। তিনি বাংলাদেশের বংশদ্ভূত আমেরিকার নাগরিক।  

রবিবার  (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে মোহাম্মদপুর শের শাহ্ সুরি রোডের ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিন কর্নারে এ ঘটনা ঘটে। 

এবিষয় খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে  মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিন কর্নারে শেরশাহ সুরি রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনের সড়ক মোড়ে একটি রিকশায় করে ওই আমেরিকার নাগরিক  টাউন বাজারে আসতে ছিলেন, ইতিমধ্যে তার রিকশার সাথে একটি বাইকে থাকা ৩ জন তার রিকশায় ধাক্কা দিলে সেখানে বাকবিতন্ডায় লিপ্ত হন, এরপর আশেপাশের লোকজ জড়ো হলে পকেটে থাকা পিস্তল বের করলে মুহূর্তে সেখান থেকে লোকজন চলে যায়। 

তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক সকালের সময় কে বলেন,গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগের দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনে মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে আছে। এর মধ্যে একজন লোক পিস্তল বের করে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছে। তবে, এ ব্যক্তিকে কখনো আমরা এ এলাকায় দেখিনি। মাঠের পাশে আরেক ব্যবসায়ী জানান, গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ করে তাজমহল মূল সড়ক থেকে আসা একটি রিকশার সাথে অন্য একটি মোটরসাইকেলর ধাক্কা লাগে। এ সময় একটি মোটরসাইকেল থানা কয়েকজন ব্যাক্তির সাথে দেখলাম বাকবিতন্ডা শুরু হয়। ওই সময় বয়স্ক এক লোক কোমড় থেকে পিস্তল বের করে হুমকি দিতে দেখা যায়। তখন মোটরসাইকেলে থাকা যুবকরা অস্ত্রধারী ওই লোকটির সাথে বাকবিতন্ডায় জড়ান। কিছুক্ষন পর অস্ত্রধারী ওই লোকটি মানুষজন জড়ো হতে দেখে দ্রুত সেখান থেকে থেকে চলে যায়। মাঠের পাশেই আরেক ব্যবসায়ী খোলা সকালের সময় কে, বলেন ,হঠাৎ করে দেখলাম একটি রিকশায় করে একজন লোক এসে অস্ত্র বের করে হুমকি দিচ্ছে। এ সময় কিছুক্ষনের মধ্যে লোকজন জড়ো হয়ে গেলে সাথে সাথে ওই লোক ঘটনাস্থল থেকে কেটে পড়ে। তবে, অস্ত্র বের করে হুমকি দেওয়া ব্যক্তি কাউকে পিস্তল তাক করেনি গুলিও করেনি। তিনি বলেন, এই এলাকায় এই লোককে এর আগে কখনো দেখিনি। এবং তার নাম ঠিকানা জানিনা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার সকালের সময়কে  জানান, গতকাল সন্ধ্যার ঘটনায় আমরা ওই ব্যক্তিকে খোঁজ করতে থাকি, পরবর্তীতে রাতেই তিনি থানায় এসেছিল, তার সাথে থাকা পিস্তলটি বৈধ লাইসেন্স করা পিস্তল। তিনি সাবেক কাউন্সিলর শফিকুল ইসলামের বড় ভাই।  তিনি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগও দিয়েছেন। ওসি ইফতেখার হাসান আরো বলেন, তার বয়স ৬৫ বছর তিনি আমেরিকার নাগরিক। তার অস্ত্রটি ১৯৮০ সনের লাইসেন্স করা। অন্তরব্তী সরকারের সময়ও পাবলিককের হাতে প্রকাশ্যে অস্ত্র। এবিষয়ে ওসি বলেন, ২০০৮ সালের পরে যাদের অস্ত্রের লাইসেন্স করা তাদের অস্ত্র সরকার জমা নিয়েছে। এর আগে যাদের অস্ত্র লাইসেন্স করা তাদের জমা নেওয়া হয়নি। তার অস্ত্রটি ১৯৮০ সালের এবং তিনি আমেরিকার নাগরিক।

এমএসএম / এমএসএম

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

প্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলে কারাগারে

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

মিরপুর পাবলিক স্কুলে ক্রীড়া ও মেধা মূল্যায়ন পুরস্কার বিতরণ

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর এসি ল্যান্ডের অভিযানে কাজ বন্ধ ঘোষণা

রাইদা বাস চলাচল বন্ধ ও মালিকের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই জন নিহত

এপ্রোন এরিয়াতে অনুপ্রবেশ করার অভিযোগ উঠেছে শাহজালাল এয়ারপোর্ট এপিবিএন সদস্যদের বিরুদ্ধে

বেবিচক চেয়ারম্যান এর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আওয়ামী লীগ হয়ে দীর্ঘদিন কাজ করলেও ভোল পাল্টে বিএনপির হয়ে কাজ করছে আইয়ুব আলী

উত্তরায় পথচারী দম্পতির উপর হামলার ঘটনায় পুরো চক্রকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা

যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়'