ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ওলামা লীগ নেতা অধ্যক্ষ সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি ও মাদ্রাসার দানের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ২:৪০

পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ওলামা লীগ মাও: আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির ও মাদ্রাসায় জমি দানের কথা বলে নিজের নামে সল্পমুল্যে খরিদ করার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় তার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে নিয়োগ পরবর্তী মাদ্রাসা ক্যাম্পাসে চটকদারী কবিরাজি ব্যাবসা, ঝাঁড়-ফুকের নামে অপচিকিৎসা, নিয়োগ বাণিজ্য, স্থানীয় মসজিদের খতিব পদ থেকে অপসারন ও অধিকতর সমালোচিত ও বহুবিতর্কিত অধ্যক্ষ আব্দুস সাত্তার আবারো পার পেয়ে যাচ্ছেন। অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্তির আগে তিনি যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী রামনগর কামিল এম,এ মাদ্রাসায় কর্মরত ছিলেন। তিনি ঐ প্রতিষ্ঠানে ১/৭/১৯৯৪ সালে যোগদান করেন এবং ১৬/১১/১৯৯৭ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়। যার ইনডেক্স নং-৩৬৪৩৮২। এরপর ২০১৩ সালের ৩ মে কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ঐ বছরের ৬ জুলাই নিয়োগ পরীক্ষায় তাকে উত্তীর্ণ করা হয়। যদিও সরকারী পরিপত্র সর্বশেষ জনবল কাঠামোর পরিশিষ্ট ১১(২) ’ঘ’তে বর্ণিত কাম্য সংখ্যক অভিজ্ঞতা ১৫ বছর থাকার কথা থাকলেও তার অভিজ্ঞতা ছিল ১৪ বছর ২ মাস। এছড়া জনবল কাঠামো ২০১০ এর পরিশিষ্ট ১১(২) অনুচ্ছেদেও বর্ণনামতে তিনি ঐ পদে নিয়োগ পেতে পারেননা। ১৯৯৫ সালের জনবলকাঠামোর ১৪ নং ধারায় ‘এক প্রতিষ্ঠান থেকে চাকুরী ত্যাগ করার পর অন্য প্রতিষ্ঠানে যোগদানকালীণ সময়ের ব্যবধান ৬ মাসের অধিক হলে উক্ত মেয়াদ অভিজ্ঞতার ক্ষেত্রে গণ্য হবেনা।’ সে আলোকে তার ব্রেক অব সার্ভিস (চাকুরি বিরতি) হয়েছে এবং একই কারণে তার পূর্বের অভিজ্ঞতা গণনা যোগ্য হবেনা। অর্থাৎ ১৭/১১/১৯৯৭ থেকে ২৮/২/১৯৯৯ সাল পর্যন্ত তিনি কোন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেননা। এমন পরিস্থিতিতে তিনি চাকুরি বিরতি কালীণ সময়কে চাকুরিকাল দেখিয়ে প্রভাষকের টাইম স্কেল গ্রহনপূর্বক একইভাবে চাকুরি বিরতি সময়কে অভিজ্ঞতা গণনা করে সেখানে অধ্যক্ষ পদে আবেদন করেন। যার ফলে তার আবেদনপত্রটি বাছাই পর্বে বাতিল হওয়ার কথা ছিল। অথচ তৎকালীণ নিয়োগ কমিটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেখানে নিয়োগ দেন। এদিকে ঐসময় তার অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে কপিলমুনি প্রেসক্লাবের তখনকার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বজলু শিক্ষামন্ত্রনালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের রেজিষ্টার, ব্যানবেইজ’র পরিচালক, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান তদন্ত শুরু হলে একপর্যায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে খুলনা মজিদ মেমোরিয়াল কলেজের তৎকালীণ অধ্যক্ষ অমলেশ চন্দ্র রায়কে নিযুক্ত করা হয়। যার স্মারক নং-১জি/৬৭৪-বিঃ-২০১১/৭২৩৫/৬ বিশেষ, তারিখ-৩০/১০/২০১৩। তিনি ঐসময় সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তারের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে আবেদনকারীকে বাদ রেখে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ হলে সেসময় দেশত্যাগ করে ভারতে পাড়ি জমান। এছাড়া ঐ সময় আব্দুস সাত্তার তার বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিক আমিনুল ইসলাম বজলুকে প্রকাশ্যে গালিগালাজ ও বিভিন্ন প্রকার হুমকি এমনকি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। এঘটনায় আমিনুল ইসলাম বজলু গত ২৮/৮/১৩ তারিখে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১২১৯। সামগ্রিক ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলেও এক অদৃশ্য ইশারায় তার বিরুদ্ধে তখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া অধ্যক্ষ হিসেবে নিয়োগ পরবর্তী তিনি মাদ্রাসা ক্যাম্পাসে আলাদা দোকান ভাড়া নিয়ে সেখানে কবিরাজি ও দাওয়াখানা খুলে বসেন। এমনকি তার বিরুদ্ধে ঝাঁড়-ফুকের নামে জনৈকা মহিলাকে শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে খবর প্রকাশে কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে মূলত খানিকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়লেও একদিনের জন্য হলেও তার চাকুরীর পাশাপাশি ঝাঁড়-ফুক ও কবিরাজি ব্যবসা বন্ধ হয়নি। এছাড়াও মাদ্রাসায় জমি দানের কৌশলে নিজের নামে সল্পমুল্যে সাড়ে চার শতাংশ জমি লিখে নেন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন জমি আমি টাকা দিয়ে নিয়েছি। নিয়োগ বা কবিরাজি সংক্রান্তের বিষয়গুলি কৌশলে এড়িয়ে যান।

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার

মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা