ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

এপ্রোন এরিয়াতে অনুপ্রবেশ করার অভিযোগ উঠেছে শাহজালাল এয়ারপোর্ট এপিবিএন সদস্যদের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৫ রাত ৯:৪৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে এপ্রোন এরিয়াতে অনুপ্রবেশ করার অভিযোগ উঠেছে এয়ারপোর্ট এপিবিএন সদস্যদের বিরুদ্ধে। 
 মঙ্গলবার ( ১৮ ই ফেব্রুয়ারি ২৫ইং) সন্ধ্যাকালীন সময়ে  প্রায় অর্ধ শত এপিবিএন সদস্য হাজির হয় বিমানবন্দরের ৮ নং গেটের সামনে,  এপ্রোন এরিয়াতে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত এ্যাভসেক সদস্য  বাধা দেয়।  এতে এডিশনাল এসপি আনিতা ফোর্স নিয়ে গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করার  হুমকি দিলে আনসার সদস্য গেট খুলে দেয় এবং এপিবিএন সদস্যগণ এপ্রোন এলাকার প্রবেশ করে  প্রত্যেকটি বোর্ডিং ব্রীজ এর নীচে ও বিমানের কাছে ডিউটি শুরু করে বলে সূত্রে জানা যায়। এডিশনাল ডিআইজি শিহাব, সিও এপিবিএন এর নির্দেশে এডিশনাল এসপি আনিতা এর নেতৃত্বে এপিবিএন সদস্যগণ এপ্রোন এলাকায় প্রবেশ করেছে বলে এমন নানা বিধ গুনজন ছড়িয়ে পড়ে এয়ারপোর্টের সর্ব মহলে। 
একাধিক সূত্র জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর  বড় ধাক্কা খায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা  ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে এপিবিএন গত ৫ই আগস্ট স্বেচ্ছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এতে চরম বিপাকে পরে যায়  বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা । 
নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে এভিয়েশন সিকিউরিটি ফোর্সকে (অ্যাভসেক) সহায়তার জন্য অনুরোধ করলে, তারা গত ৭ আগস্ট থেকে দায়িত্ব পালন করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক) সমন্বিতভাবে নিরাপত্তা ও নিরাপদ বিমান উড্ডয়ন-চলাচল-অবতরণ নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে। এছাড়াও দীর্ঘ সময় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অনুপস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাত্রীসেবার মানোন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। 
তবে সম্প্রতি এখন এপ্রোন এরিয়ায় অনুপ্রবেশের ঘটনায় আবারও তাদের কাণ্ডজ্ঞান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠেছে সর্বমহলে।  অনেকেই বলছেন, এপিবিএন দেশের একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর  নিরাপত্তা বাহিনী যার সাফল্যে কথা  বিভিন্ন মহলে সমাদ্রিত। তবে কিংকর্তব্যবিমূঢ় আচরণ মোটেও কাম্য না। 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া এ প্রসঙ্গে  প্রতিবেদককে বলেন,  একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তারা এসেছিল আবার চলেও গেছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না। এপিবিএন ও এভসেক নিজেদের মতো দায়িত্ব পালন করছে। অভিভাবক হিসেবে আমার দায়িত্ব সবাইকে দেখা সবাইকে নিয়ে চলা। জটিল কিছু না সবাই একসঙ্গে মিলেমিশে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। 

উক্ত বিষয়ে ১৩ নং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর দায়িত্ব রত কর্মকর্তাদের সাথে সশরীরে অফিসে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হলে উক্ত প্রতিবেদক মুঠোফোনে সিও (এপিবিএন)কে একাধিকবার যোগাযোগ করলেও কোন বক্তব্য পায় নি।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক