ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ময়ূরপঙ্খী জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১২:১৯

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে সারাদেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাদের নিয়ে ঢাকার মিরপুর ৬নং সেকশনে অবস্থিত অর্কিড সেন্টারে ময়ূরপঙ্খী জাতীয় উদ্যোক্তা সম্মেলন-২০২১ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম, গেস্ট অব অনার হিসেবে ডিএনসিসির সংরক্ষিত আসন ১, ১৭ ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী মিলন, বিশেষ অতিথি হিসেবে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেন, ১০০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অভি রহমান জুয়েল উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। সঞ্চালনায় ছিলেন ময়ূরপঙ্খীর সেক্রেটারি সোনিয়া সিমরান। সার্বিক সহযোগিতায় ছিলেন- ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান সাথী খান, সাংগঠনিক সম্পাদক ইসমত ফারজানা ইকবাল, প্রচার সম্পাদক ফৌজিয়া শারমিন লিজা, দপ্তর সম্পাদক উম্মে সালমা, সদস্য নাঈমা তালুকদার বন্যা, ডা. জাহিদা নাসরিন ও উম্মে সালমা। 

দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে দুজন বিশিষ্ট উদ্যোক্তা এফএমএস মেরিটাইম এজেন্সির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সিকদার ও প্রাইমেসি ওপেলিয়া বীচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সেরাকে ‘ময়ূরপঙ্খী সেরা উদ্যোক্তা পুরস্কার-২০২১’ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সেরা দশজন উদ্যোক্তাকে ‘ময়ূরপঙ্খী সেরা উদ্যোক্তা পুরস্কার-২০২১’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- শাম্মী শারমিন, নিপা রাজ্জাক, ফারজানা হাসান, রুলিয়া আবেদীন লাকী, মমতাজ বেগম মম, রুপা আহমেদ, শিরিন আক্তার, জান্নাত জলি, ডা. রাইসুল হাসান ‍এবং লতিফা আক্তার।

এ সময় উদ্যোক্তাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং ও উদ্যোক্তাদের নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে ময়ূরপঙ্খী। সম্মেলনে অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়। সমাপনী পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ম্যাজিক শো করেন যাদুশিল্পী স্বপন ডিনার। ইভেন্ট ব্যবস্থাপনায় ছিল ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল। প্রোগ্রাম পার্টনার- ময়ূরপঙ্খী হস্ত ও কুটির শিল্প, রিসোনএবল বাই, ইউনিটেজ, ক্লাসিয়েস্ট বিডি, উম্মে'স কিচেন, আজুরা বুটিক, মম'স কালেকশন, প্রাইমেসি ওপেলিয়া বীচ রিসোর্ট, রুপা বুটিক হাউস, উড়ান, নকশী বুনন, ফারজি'স কিচেন।

এমএসএম / জামান

আওয়ামী লীগ সরকারের পাঠানো চিরকুট অনুযায়ী আমাদের জেল, রিমান্ড দেওয়া হতো: আমিনুল হক

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

হেলাল তালুকদারের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপিকে শুভেচ্ছা

কদমতলীতে এক শিশুর রহস্যজনক মৃত্যু

উত্তরা সেক্টর-১১ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষথেকে বিএনপি নেতা মোস্তফা জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

সময় এসেছে সঠিক দলকে সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেওয়ারঃ ইউনূছ আহমাদ

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ২০২৩-২৪ অর্থবছরের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের বিজয়দিবস উদযাপন ও গুনিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

বৈষম্যের শিকার ডাক্তার সমাজ (স্বাস্থ্য) বিসিএস

২৪'গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য বিশেষ সম্মাননা পেলেন এইচ এম মাহমুদ হাসান

তেজগাঁও থানা বিএনপি'র উদ্যোগে কম্বল বিতরণ

মোহাম্মদপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের বিজয় উৎসব ও আলোচনা সভা হয়েছে