ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে: যুবদল সভাপতি মোনায়েম মুন্না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। যে বাংলাদেশ হবে আধুনিক ও স্বনির্ভর, আপামর মানুষের জন্য সুখময়, কল্যাণকর এবং বৈষম্যহীন নিরাপদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, মানুষের স্বাভাবিক জীবনকে ধবংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। স্বাধীন দেশে পরাধীন ছিল এদেশের মাতৃমঙ্গল জনগণ। হাসিনার সাড়ে পনের বছরের শাসনামল ছিল দেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন হিটলারের অত্যাচার-নির্যাতনকেও হার মানিয়ে ছিল। হাসিনা রক্তপিপাসু এক ভয়ংকর খুনিতে পরিনত হয়েছিল।
গত ১৬ বছরে বিএনপির অগণিত নেতা-কর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। রক্ত আর খুনের হোলিখেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগ, হাজার বছরের সভ্যতায় লালিত ঐতিহাসিক এ জনপদকে মৃত্যু উপত্যকায় পরিনত করেছিল। হাসিনার মাফিয়া সরকার দেশকে লুটপাটের স্বর্গ্যরাজ্য বানিয়ে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তাই ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে চোরের মত পালিয়েছে। চোরের মত পালিয়েছে তার সকল সকল মন্ত্রী, এমপি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মোনায়েম মুন্না বলেন, মানুষের যে আশা-প্রত্যাশা, তা-পূরণে আমাদের কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। রাজনীতির অপর নাম হচ্ছে মানুষের সেবা করা। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হল মানুষের সেবা, তাদের কল্যাণে ব্রত থাকা।  দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিও এটাই। এ জাতির সকল সৌরভ আর গৌরবের নির্মাতা হল জিয়া পরিবার।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংস্থারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাহাত্ম্যকে সফল করতে হলে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হতে হবে। অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।  দেরি হলেই দেশ ও জাতির জীবনে আবার ঘোর-অমানিশা নেমে আসতে পারে। গত তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোট, রাতের ভোট আর ডামি-মামী মার্কা ভোট করে নির্বাচনকে কলুষিত করেছে। অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে। এর কোনো বিকল্প নাই।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্মআহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

ফাগুনে উৎসবে মজবে বাঙালি,গাছে গাছে পলাশের রোমাঞ্চকর শান্তিনিকেতন

দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিনঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বাকেরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রায়পুর পৌর জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুতুবদিয়ায় পলাতক দুই আসামি গ্রেফতার

শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের প্রতি সিংগাইর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

হজরত শাহজালাল তাহফিজুল কুরআন মাদরাসার পাগড়ী-পুরস্কার ও সবক প্রদান সম্পন্ন

এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, যা বললেন যাত্রীরা