৪ বছর ঘুরে পেনশনের টাকা উত্তোলন
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষককে বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক মো. রেজোয়ান হোসেন মাতুব্বর ৮ বছর ধরে একই কর্মস্থলে বহাল থাকার সুবাধে তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। হাসপাতালের সিনিয়র এক স্টাফ নার্সের অবসরের পেনশনের কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবারের ছেলে শুভংকর শিকদার।
এদিকে হাসপাতালের হিসাব রক্ষক মো. রেজোয়ান হোসেন মাতুব্বর নিজ এলাকায় দীর্ঘদিন চাকুরির সুবাধে নানা বিধ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে অনেক সম্পদের মালিক হয়েছেন এ রকম অভিযোগ স্থানীয়দের।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, মোরেলগঞ্জ হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্স কাঠালতলা গ্রামের দুলাল কৃষ্ণ শিকদারের স্ত্রী মীনা রানি ঠাকুর অবসরে যাওয়ার ৬ মাস পূর্বে করোনাকালিন ২০২০ সালে ১৪ জুন মৃত্যুবরন করায় তার পেনশনের টাকা উত্তোলনের কাগজপত্র ঠিক করা বাবদ এ হাসপাতালের প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক রোজোয়ান হোসেন মাতুব্বরকে চুক্তিভিত্তিক ৫ লাখ টাকা দিয়েও ৪ বছর ঘুরে কাজটি করতে পারেনি। পরে তার ছেলে শুভংকর শিকদার নিজে চেষ্টা করে উক্ত পেনশনের টাকা উত্তোলন করেন।
এছাড়াও তার প্রতিবন্ধী বড় ভাই দিপংকর শিকদারকে প্রতিবন্ধী ভাতা সহায়তা কাগজপত্র ঠিক করা বাবদ ২০ হাজার টাকা দিতে হয়েছে। সুচতুর এ অফিস সহকারী হাসপাতালের ব্যবহৃত পানির ট্যাংকি, টেবিল চেয়ার নিজ বাড়িতে ব্যবহার করছেন। বিগত সরকারের আমলে স্থানীয় এমপি, সাবেক একজন সচিব রাজনৈতিক নেতাদের নিকটতম আত্মীয় পরিচয় দিয়ে ফায়দা হাসিল করে প্রভাব খাটিয়েছেন হাসপাতাল ও গ্রামের এলাকায় এ রকম একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের।
ভূক্তভোগী নার্স মীনা রানীর ছেলেন শুভংকর শিকদার বলেন, অনেক কষ্ট করে মা চাকুরি করেছে। নিজের পেনশনের টাকা দেখে যেতে পারেনি। এ টাকা উত্তোলন করতে ৪ বছর অফিসের বারান্দায় ঘুরতে হয়েছে। হেডক্লার্ক রেজোয়ান মাতুব্বারকে চুক্তি অনুযায়ী ৫ লাখ টাকা দিয়েও কাজ হয়নি। চাপ দিয়ে ধারবাবদ নিয়েছে ১ লাখ টাকা। সে টাকার ৫০ হাজার টাকা এখন পাওনা রয়েছে। দুই বছর ধরে ঘুরছি টাকা দিচ্ছে না। আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তিনি যোগদানের পরে দুইজন কর্মচারী অবসরে গেছেন। তাকের পেনশনের কাগজপত্রের ক্ষেত্রে কোন টাকা দিতে হয়নি। ইতোপূর্বে পেনশনের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই। নার্স মীনা রানীর পরিবার থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম

চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে
