মোহাম্মদপুরে আ.লীগের অর্থ যোগানদাতার বিচারের দাবিতে বিক্ষোভ
রাজধানী মোহাম্মদপুর টাউল হল কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান (বাবুল) ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেঃ নূরনবী ভূঁইয়া সহ ও জাতীয় পার্টির দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।
শনিবার (২২ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হল থেকে মিছিলটি শুরু হয়ে মোহাম্মদপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে সভাটি শেষ করে
সভায় বক্তারা বলেন, বিগত ৩টি আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অর্থের যোগানদাতা রাজধানী মোহাম্মদপুর টাউল হল কাঁচা বাজার বণিক সমিতির ভূয়া ভোটের সভাপতি মোঃ লুৎফর রহমান (বাবুল), আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেঃ নূরনবী ভূঁইয়া সহ ও জাতীয় পার্টির দোসরদের বিচারের দাবি করছি এবং ২৪ ঘন্টার মধ্যে টাউল হল কাঁচা বাজার বণিক সমিতি থেকে পদত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এই আন্দোলনকারীরা।
নেতারা বলেন, টাউল হল কাঁচা বাজার বণিক সমিতির ভূয়া ভোটের সভাপতি হয়ে সে কীভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছে জনগণ জানতে চায়। তার সকল অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট মোঃ লুৎফর রহমান (বাবুল), যুগ্ম-সাধারণ সম্পাদক মেঃ নূরনবী ভূঁইয়া সহ ও জাতীয় পার্টির দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা।
খোঁজ নিয়ে জানা যায় এই বাবুল টাউন হল কাঁচাবাজার বর্ণিক সমিতির সভাপতি পদে রয়েছেন প্রায় এক যুগের বেশি সময়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টাউন হল সিটি কর্পোরেশনের ৪শত দোকান রয়েছে এর মধ্যে নিজের একক ক্ষমতায় ২০ থেকে ৩০ টি দোকান বিক্রি করে দেয়। স্থানীয়রা বলেন, যখন যে সরকার থাকে তারই দোসর হয়ে কাজ করে এই বাবুল। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানকের সাথেও ছিলো দহরমমহরম তার নির্বাচনের সময়ও মার্কেট থেকে টাকা তুলে নির্বাচনে খরচ করে।
মার্কেট থেকে বিদ্যুৎ বিল, অতিরিক্ত নেয়, সিকিউরিটি গার্ড এর ঢাকা নেয়, ময়লা পরিষ্কার করার টাকা নেয়, এ ছাড়াও প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত টাকা আদায় করে থাকেন, এই বাবুল। আওয়ামী লীগ যতবছর ক্ষমতায় ছিলেন, এই বাবুলও তাতো বছর এই মার্কেটের সভাপতি ছিলেন। এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন, সেখানকার সাধারণ দোকানদারেরা।
মোহাম্মদপুর এলাকার বিএনপির নেতারা বলেন, তার মালিকানাধীন জান্নাত হোটেলে থেকে ছাত্র আন্দোলনে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে ছিলেন, এই আওয়ামী লীগের দোসর আর এক মূহুর্তেও বর্ণিক সমিতির সভাপতি থাকতে পারবে না। বাবুলের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, টাউন হল সিটি কর্পোরেশন থেকে যে পরিমাণ চাঁদা উঠে সেই চাঁদার টাকা কাউকে হিসাব না দিয়ে নিজের মতো করে এই এক যুগ ধরে চালিয়ে যাচ্ছে। মার্কেট থেকে কোটি কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে এই বাবুলের বিরুদ্ধে।
এবিষয়ে লুৎফর রহমান বাবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মার্কেটে কিছু নেতারা চাঁদা চাইতে এসেছিলো সেই চাঁদা না দেওয়ার কারণে আজকে আমার বিরুদ্ধে মিছিল করেছে। এই মার্কেটে আমি নির্বাচিত সভাপতি। আমি কোনো চাঁদা দিবো না বলে আমার বিরুদ্ধে মিছিল করেছে। তবে আমার বিরুদ্ধে সে-সকল অভিযোগ এনেছে এগুলো সম্পূর্ণ অসত্য ও মিথ্যা। যখন যে সরকার আসে তখন তার সাথেই আমাদের থাকতে হয় এটা সত্য কথা। আমি কোনো রাজনীতি করি না। যখন যে সরকার আসে তখন তাদের সাথেই থাকতে হয়। এই মার্কেটে আমার ৬ টি দোকান রয়েছে এর বেশি নাই। সিটি কর্পোরেশন যাদের বরাদ্দ দিয়েছে তারা দোকান মালিক হয়েছে। এখানে আমার কিছু করার নাই
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা