ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মামলাও কমে এসেছে বলে জানান পুলিশ

মোহাম্মদপুরে অপরাধ হ্রাস পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৫ বিকাল ৫:৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত কয়েকদিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কমেছে  চুরি  ছিনতাই ও কিশোর গ্যাং। অপরাধীরা এলাকায় নেই বলে জানান পুলিশ। স্থানীয়রা বলেন, যৌথবাহিনীর অভিযানের পর ভয়ে সব পালিয়েছে। 

মোহাম্মদপুর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,গত কয়েকদিনে সেই আগের মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বলছে গত কয়েকদিন ধরে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, মামলাও কিছুটা কমে এসেছে। গত (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা চাঁদ উদ্যান ৬ নম্বর রোডে যৌথবাহিনীর সাথে গোলাগুলির সময় ২ জন নিহত হওয়ায় মোহাম্মদপুর জুড়ে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, সেদিনের ঘটনার পর এলাকায় অলিগলিতে আড্ডা কমে এসেছে। আমরা চাই প্রশাসনের করা ভূমিকা থাকবে। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় যেনো মগের মুল্লুক হয়ে গিয়েছিল, যে যেভাবে পারছে চুরি ছিনতাই করছিলো তবেঁ যৌথবাহিনীর অভিযানে সেদিন গোলাগুলিতে দুজন নিহত হলে এখন মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং এর আতঙ্কটা কমেছে। আমরাও চাই এভাবেই চলুক কেউ চায়না একটি সুন্দর এলাকা এভাবে অরাজকতা বিরাজ করুক। 

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধীদের নজরে রাখতে সবধরনের প্রস্তুতি রয়েছে। কোনো অপরাধীকে আর ছাড় দেওয়া হবে না। কে কোন দল করে তাও দেখা হবে না, যেখানেই আইনের অবনতি হবে সেখানেই প্রতিরোধ করে ব্যবস্থা গ্রহণ করবে যৌথবাহিনী। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান সকালের সময়কে বলেন, বর্তমানে মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আগের থেকে এখন  পর্যন্ত মামলার রেকর্ড কম, পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে দিতে কাজ করছেন। তবে গতকাল অন্য এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেটি অনেকেই মোহাম্মদপুর বলে ফেইসবুকে পোস্ট দেয়। আসলে ঘটনাটি ঘটেছে আদাবর থানা এলাকায়। 
ওসি ইফতেখার আরো বলেন, আমরা আর এই এলাকায় অপরাধ দেখতে চাই না। যে দলেরই অপরাধী চিহ্নিত হবে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন পুলিশের পাশাপাশি যৌথবাহিনীও মাঠে রয়েছে। কে কোন দল করে এখন আর দেখার সময় নাই। যেখানেই অপরাধ সংঘটিত হবে সেখানেই প্রতিরোধ করা হবে। আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, আর কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ১৯ ফেব্রুয়ারির পর থেকে মোহাম্মদপুর এলাকায় শান্তি-শৃঙ্খলায় রয়েছে। নিয়মিত পুলিশের টহল বাড়ানো হয়েছে। তিনি বলেন, কয়েকদিনের ব্যবধানে অপরাধ যেমন কমেছে মামলাও কমতে শুরু করেছে। 

মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে ক্রাইম জোন উল্লেখিত এলাকাগুলো হচ্ছে বসিলা, ৪০ ফিট, লাউতলা, বেড়িবাঁধ বোডগাট,  চাঁদ উদ্যান, নবীগর হাউজিং, ঢাকা উদ্যান, নবোদয় হাউজিং, ও রায়েরবাজার। এ-সব এলাকায় গত কয়েকদিন আগেও সরকারি কর্মচারী সহ বেশ কয়েকজনকে কুঁপিয়ে আহত করা হয়। একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে, মানুষকে জিম্মি করে টাকা আদায়, কিশোর গ্যাং দের আধিপত্য বিস্তার।
এসব বিষয় অনেকে মামলা করলেও কেউ আবার ভয়ে থানা-পুলিশ করতে চায় না। তবে এখন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রয়েছে এলাকাটিতে। 

২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি সরেজমিনে ঘুরে এই প্রতিবেদন তৈরি করা হয়। এলাকাবাসী সকালের সময়কে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান এবং গোলাগুলিতে দুইজন অপরাধী নিহত হওয়ায় এখন পর্যন্ত তেমন কোনো চুরি ছিনতাই কিশোর গ্যাং এর ঘটনা ঘটে নাই। তবে পুলিশ যৌথবাহিনীর অভিযান চলমান রাখা প্রয়োজন আছে, অপরাধীরা যে কোন মুহূর্তে সংগঠিত হতে পারে।  এই সব এলাকায় প্রতিটি আলাদা করে ৫০ থেকে ৬০ জনের একেকটি গ্রুপ রয়েছে। এরা এখন এলাকায় নেই বর্তমানে শান্তি-শৃঙ্খলা রয়েছে। 

এবিষয় এক প্রবীণ আইনজীবী সকালের সময়কে বলেন, মোহাম্মদপুর এলাকাটিতে অপরাধ প্রবণতা বেশি হয়। এর কারণ হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করলেও অতি দ্রুত আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় তারা। তখন মামলা চালাতে আরো অপরাধের সাথে জড়িয়ে পরে। 
একেকজন অপরাধীর মিনিমাম ৮ থেকে ১০ টি করে মামলা রয়েছে। তার মতে অপরাধীকে দ্রুত আইনে বিচার করলে হয়তো সাজা হবে অথবা খালাস পাবে। এমন কিছু যদি করা যায় তাহলে অপরাধ হ্রাস পাবে। তবে যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদপুর এলাকায় অপরাধ হ্রাস পেয়েছে বলে আমি মনে করি। 

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক