ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

কাফরুলে নাসরিনের সাজানো ধর্ষণ মামলা পরে নিষ্পত্তি নিয়ে টাকা খেলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৫ বিকাল ৭:৪৬

বর্তমান সমাজে এমন কিছু ভূঁইফোড় মানবাধিকার সংগঠন রয়েছে যারা মানুষকে হয়রানীসহ মামলাবাজের ভুমিকায় অবতির্ন হয়েছে। সেই সব ভূঁইফোর সংগঠনগুলো সাধারন মানুষকে জিম্মি করে বিভিন্ন প্রতারণা কিংবা ধর্ষনসহ বিভিন্ন মামলা দিয়ে চলেছে এবং এটা দিয়ে চলছে তাদের চাঁদাবাজী বাণিজ্য।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর শেওরাপাড়ায় একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে কাফরুল থানায় ভিত্তিহীন অভিযোগে একটি মামলা দ্বায়ের করা হয়, যার মামলা নং-৩, সেই মামলাটিতে বেশ কিছু নিরীহ মানুষকে জড়িয়ে ওই ভিত্তিহীন মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে, একটি মেয়েকে প্রায় ৩০ জনের অধিক ধর্ষন করে বলে উল্লেখ করা হয়।

এজাহারে এমন কিছু তথ্য রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। সেই ভাড়াকৃত ধর্ষিতা নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার নুরু মিয়ার মেয়ে নাসরিন আকতার। এদিকে গণমাধ্যমকর্মীরা জানতে পারে তিনি ভূঁইফোর হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন দির্ঘদীন ধরে কাজ করে আসছেন এবং তাকেসহ একাধিক ভাড়াকৃত নারীকে দিয়ে ডিএমপির বিভিন্ন থানায় নামে বেনামে মামলা করে সাধারণ মানুষকে হয়রানী করে মোটা অংকের চাঁদা দাবীর মাধ্যমে মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়ে থাকে।

ওই সংগঠনের সেলিম ওরফে আলমগীর সেলিম ও ওই নাসরিন আক্তার ওই চক্রের একজন সদস্য বলে জানা গেছে। তবে উক্ত হোটেলটিতে গিয়েছিলেন মূলত ওইদিন দেহ ব্যবসা করতে এবং তার আলামতে প্রমাণও পাওয়া যায়। এ বিষয়ে ধর্ষিতাকে ফোন করলে তিনি জানান, আমি গরিব মানুষ, তাই পেটের দায়ে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে কর্ম করে খাই। তবে আমি জানতাম না নিরীহ মানুষগুলো জড়িয়ে পরবে। আর আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের কর্নধার মোস্তফা সেলিম একাজটি করিয়েছেন।

এদিকে ভিত্তিহীন মামলায় নিরীহ পুলিশকে ব্যবহার করে সংগঠনটি বিভিন্ন রকমের পায়তারা করে আসছে বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বে যাত্রাবাড়ি থানায় সেলিমের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। তিনি যাত্রাবাড়ি এলাকাতেও সাধারণ মানুষকে হয়রানী করে আসছিলেন এবং একাধিক গণমাধ্যমে মামলাবাজ সেলিমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ হয় এবং তিনি কয়েকবার কারাভোগও করেন। হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতারনা, ধর্ষন, চাঁদাবাজসহ বিভিন্ন অপকর্মের। এ বিষয়ে ভূঁইফোর সংগঠনটির কর্নধার মোস্তফা সেলিমকে ফোন করলে তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি একাধিক বিয়ে করে এসব তরুনীদের দিয়ে বহু টাকা হাতিয়ে নিচ্ছেন। এই মেয়েকে দিয়ে এর আগেও এ ধরনের কাজ করিয়েছেন সংগঠনটির লোকজন। সম্প্রতি এলাকার এক বাসিন্দা বলেন, আমারা আসলে ঘটনাটি শুনেছি এবং যিনি ধর্ষিত হয়েছেন তিনি একজন দেহ ব্যবসায়ী ও মাদক কারবারী। তাকে এর আগে আমার কেউ দেখেনি। তবে শুনেছি তিনি রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে ইতিপূর্বে সমাজের পাপচার কাজে লিপ্ত এবং যাদের সাথে তার বনিবনা হয়না তাদেরকে অসহায় পেয়ে এভাবে ফাঁসিয়ে দেন।

তার এসব কাজে বহু নিরীহ মানুষ ফাঁদে পড়েছেন। এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি এবং ধর্ষিতা যদি দেহব্যবসায়ী হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়টি নিয়ে পুলিশকে হয়রানী করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তছাড়া আপনাদের উক্ত অভিযোগ প্রমানিত হলে বা প্রমানাদি থাকলে সেটিও ক্ষতিয়ে দেখা হবে। সেলিম নাসরিন চক্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে তাদেরকে দেওয়া হয় ধর্ষণ মামলা এমন অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। 

ইতিপূর্বে দেশের বিভিন্ন গণমাধ্যমে মামলাবাজ প্রতারক সেলিম ও নাসরিন চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে। এর পর যাত্রাবাড়ি এলাকা থেকে এই প্রতারক ও চাঁদাবাজ সেলিমকে বিভিন্ন অপরাধের মামলা গ্রেফতার করে র‌্যাব ১০। এই চক্রটি রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন, চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেন, এরপর তারা এই আসামিদের সাথে যোগাযোগ করে জানায় টাকা দিলে মামলা তুলে নেবে অন্যথায় নয়।

জামিল আহমেদ / জামিল আহমেদ

মিরপুরে আইন শৃঙ্খলা বজায় রেখেছেন ওসি সাজ্জাদ রোমান

আাগামী০৯ আগস্ট জমে উঠেছে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের র‍্যালি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত