ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জিরোপয়েন্ট—আঠারোমাইল মহাসড়কের বেহাল দশা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:৫৯

খুলনা জিরোপয়েন্ট থেকে আঠারো মাইল পর্যন্ত সড়কের কোথাও উচু আবার কোথাও নিচু। রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত যাতায়াতে দুর্ভোগে পড়ছেন সাধারন মানুষ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সংস্কারের প্রথম বছর না ঘুরতেই এমন দশায় রাস্তা এখন হয়ে গেছে মেঠোপথ। এ নিয়ে সাধারন মানুষের অভিযোগের শেষ নেই।  

সওজ সূত্রে জানা গেছে, খুলনার জিরোপয়েন্ট থেকে আঠারো মাইল পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। কাজ সম্পন্ন হয় ২০২০ সালের জুনে। তৎকালীন সময়ে এই সড়ক পুননির্মানে ব্যয় করা হয় ১৬০ কোটি টাকা। বালু, খোয়া, পাথরসহ বিভিন্ন উপাদান দিয়ে সড়কটি প্রায় তিন ফুট পুরু করার তথ্য কাগজপত্রে পাওয়া গেছে। 
সম্পন্ন কাজের বিভিন্ন নথিপত্র সূত্রে, খুলনার জিরোপয়েন্ট থেকে আঠারো মাইল পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার সড়কের পুরুত্ব ৩৫০ মি.মি থেকে ৪০০ মি.মি,  বিভিন্ন লেয়ারে পুরুত্ব ৯০০ মি.মি. থেকে ১ মিটার, ভারবহন ক্ষমতা ডাবল এক্সেল (৬ চাকা) ১৫ টন, ট্রিপল এক্সেল (১০ চাকা) ২২ টন এবং ফোর এক্সেল (১৪ চাকা) সাড়ে ২৭ টন, সড়ক ২০ ফুট থেকে দু’পাশে প্রশস্ত করে ৩৪ ফুট করা হয়।
গুটুদিয়ার স্থানীয় বাসিন্দা কারিমুল শেখ বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিনি হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তা মেরামতের বছরেই রাস্তার পিচ উঠে গিয়েছিলো। সেখানে এসে আবার মেরামত করলো। গত প্রায় চার বছর ধরে জোড়াতালি দিয়ে রাস্তাটি ঠিক করতেছে।  

বাস চালক জামিল হোসেন ‘কাজের নামে ঠন ঠন, নিয়ে ঘুরে লন্ঠন’ বলে জানান, বিভিন্ন মেশিন, বড় ট্রাকে করে বালি—ইট নিয়ে ঢাকঢোল পেটানোর কায়দায় রাস্তাটি সংস্কারের কাজ করেছে। রোলার দিয়ে শুরু করে এমন কোন যন্ত্র নাই যে আনে নাই। রাস্তাটির তাইলে এই দশা কেনো? তিনি আরো বলেন, আমি প্রতিদিন খুলনা—সাতক্ষীরার রুটে দুই থেকে তিন ট্রিপে যাত্রী নিয়ে আসা যাওয়া করি। এই রাস্তায় বাস চালাতে গেলে পুরো দম বের হয়ে যায়। অনেক সময় ব্রেক করতে গেলে মনে হয় বাস উল্টে যাবে। কোন জায়গা উঁচু আবার কোন জায়গা নিচু।
 
মোটরসাইকেল চালক হাবিবুর বাশার বলেন, এই মহাসড়কটি আমাদের অঞ্চলের জন্য অনেক গুরুত্বপূর্ন। সাতক্ষীরা অঞ্চলের জন্য বানিজ্যিক জায়গা এই খুলনা। প্রতিদিনি হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। পন্যবাহী পরিবহন যাতায়াত করে। এই রাস্তায় ঢুকলে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দূর থেকে রাস্তাটি দেখলে মনে হয় 'রেল লাইন'।

শিক্ষার্থী সজীব আহমেদ জয় বলেন, আমি প্রতিদিন ডুমুরিয়া থেকে খুলনায় যাতায়াত করি। এই রাস্তাটির বাজে অবস্থার কারনে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হয়। একদিকে ধুলোবালি অন্যদিকে উচু—নিচু,আছে আবার গর্ত। তিনি অভিযোগ করে বলেন, রাস্তাটি করার সময় দুর্নীতি হয়েছে। নইলে ১৬০ কোটি টাকা ব্যয় করলে রাস্তার এমন দশা হতো না। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবী জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একজন কর্মকতা জানান, শুধু আঠারো মাইলের রাস্তা না। এ দপ্তরের অনেক কাজ নিয়ে অভিযোগ রয়েছে। দুর্নীতির ছোয়া সব জায়গায় লেগেছে। তবে থুথু উপরে মারলে নিজের গায়ে লাগে। তাই আর কিছু বলব না। আপনি একা নিউজ করে সমাধান করতে পারবেন না। কারন এখনো গোড়ায় গলদ রয়ে গেছে। গোড়া ধরলে সব ভাল হয়ে যাবে।
 
সওজের খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, আমি মাত্র কিছুদিন হয়েছে খুলনায় যোগদান করেছি। তবে রাস্তাটি সংস্কারের কাজ খুব শিঘ্রই করা হবে। টেন্ডারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। দক্ষ ঠিকাদার দেখে নিয়মানুযায়ী এই রাস্তার কাজে দক্ষ ঠিকাদার নির্ধারন হবে। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা