এক মাস ধরে ইয়াংগুন-টেকনাফ সীমান্ত বাণিজ্য বন্ধ

নাফনদে নিরপত্তাহীনতার কারনে এক মাস ধরে ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত রাখাইনে মংডু’র সাথে স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য ছোট পরিসরে চালু রয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারী ইয়াংগুন থেকে স্থলবন্দরে আসার পথে নাফনদে আরাকান আর্মি তল্লাশি নামের পণ্যবাহী বোট আটকের পর থেকে নিরাপত্তাহীনতায় এ পদক্ষেপ নেয় দেশটির সরকার।
স্থলবন্দর কাস্টম ও ব্যসায়ীরা বলছে, সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর একটি পণ্যবাহী জাহাজ এসেছিল। দেশটির সংঘর্ষের ধারাবাহিকতায় (৮ ডিসেম্বর) মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখলের মধ্যে দিয়ে এই জেলা শহরটির শতভাগ নিয়ন্ত্রণের কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করে আরাকান আর্মি। বিবৃতিতে নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এরপর গত ১৬ জানুয়ারী ইয়াংগুন থেকে স্থলবন্দরে আসার পথে নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী তিনটি বোট আটকে দেয় আরাকান আর্মি। অভিযোগ ছিল ‘আরাকান আর্মি’ কমিশনের ভাগ বসাতে এ ঘটনা ঘটনায় পরে ‘সমঝোতার’ মাধ্যমে দুই দফায় বেশ কয়েকদিন পর পণ্যবাহী ট্রলারগুলো ছেড়ে দেয়। তার মধ্য একটি জাহাজ এখনও টেকনাফ স্থলবন্দর ঘাটে নৌঙরে রয়েছে। যদিও স্থলবন্দর কতৃপক্ষ জাহাজটি ইয়াংগুনে ফেরত যেতে ছাড়পত্র দিলেও ‘আরাকান আর্মি’ ভয়ে নিরাপত্তাহীনতায় আছেন।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘ইয়াংগুন থেকে আসা জাহাজের সব পণ্য খালাস শেষ হয়েছে। ফেরত যেতে জাহাজের ছাড়পত্রও দেওয়া হয়েছে। কিন্তু জাহাজটি এখনও ঘাটে রয়েছে। তবে জাহাজটি আসার পথে আরাকান আর্মি হেফাজতে ১৬ ছিল ইয়াংগুন থেকে। এ ঘটনার পর থেকে ইয়াংগুন থেকে (২৬ ফেব্রæয়ারি পর্যন্ত) কোন পণ্যবাহি জাহাজ-ট্রলার আসেনি। তবে ছোট পরিসরে চলতি বছর থেকে রাখাইনে মংডুর সাথে টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চালু রয়েছে।’
বন্দরের কাস্টম কর্মকর্তারা জানায়, গত ২০২৩-২৪ অর্থ বছরের ২৩ জুলাই থেকে ২৪ জানুয়ারী পর্যনত ৪৯ হাজার মেট্রিক টন পণ্যে আমদানি হয়েছে। এর বিপরীতে সরকার ২৯৫ কোটি টাকা রাজস্ব পায়। গেল বছর (২০২৪-২৫) অর্থ বছরের জুলাই থেকে ২৫ সালের জানুয়ারী পর্যন্ত ১১ হাজার মেট্রিক টন আমদানি হয়। যার ফলে সরকার ৯১ কোটি টাকা রাজস্ব পায় সরকার। রাখাইনে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় ১২৫ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছি। অন্যদিকে গত দুই অর্থ বছরে যেসব পণ্যে রপ্তানি হয়েছে। তার মধ্য উল্লেখযোগ্য হচ্ছে সিমেন্ট, আলু ও টিন। ইয়াংগুনের সাথে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চালু রয়েছে মংডুর সাথে। গত ২০২৪-২৫ অর্থ বছরের প্রায় কোটির টাকার দামের ৬৯১ টন বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। গেল বছর (২০২৪-২৫) অর্থ বছরের জুলাই থেকে ২৫ সালের জানুয়ারী পর্যন্ত প্রায় ২ কোটি টাকা দামের ১ হাজার ৮২৮ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়।
জানতে চাইলে মাছ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম কায়সার জুয়েল বলেন, ‘দেড় মাস ধরে ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরের ব্যবসা বন্ধ রয়েছে। মূলত টেকনাফ স্থলবন্দরে আসার পথে তল্লাশির নামে নাফনদে আরাকান আর্মি পণ্যবাহি জাহাজ আটকের ঘটনার পর দেশটি সরকার ইয়াংগুন থেকে পণ্যবাহি ছাড়ছে না। এটি সমাধানের সরকারের এগিয়ে আসা উচিত।’
এ বিষয়ে কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘এক মাস ধরে ইয়াংগুন থেকে টেকনাফ সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে। এটি আসলে দুঃখজনক। সরকারের উচিত এটি সমাধানে মিয়ানমারের দু'পক্ষের সাথে কথা বলা। না হলে দুই দেশে ব্যবসার উপর ব্যাপক প্রভাব পরবে।’
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
