ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে  চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৫ দুপুর ২:৩৩

আন্তর্জাতিক নারী দিবস এবং বেগম রোকেয়া দিবস-এর তাৎপর্য ধারণ করে প্রতি বছরই দেশব্যাপী নারীদের অবদানের স্বীকৃতি জানানো হয়। সেই ধারাবাহিকতায়, গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে 'অদম্য নারী পুরস্কার'-এ ভূষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর গর্বিত সদস্য তিন সফল নারী। 

এই অনন্য অর্জনে গর্বিত হয়ে, ওই তিন কৃতী নারীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন: অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মোসাঃ শরিফা খাতুন ,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সুমাইয়া ইসলাম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরীতে মোসাঃ খালেদা বেগম । 

তাঁরা মূলত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে স্থানীয়ভাবে উৎপাদনমুখী কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের স্বাবলম্বী করেছেন এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সমিতি কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি মোঃ জমশেদ আলী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিন নারীকে 'অদম্য নারী পুরস্কার' প্রদান করা আমাদের পুরো সমিতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁদের এই স্বীকৃতি প্রমাণ করে যে, সমবায়ী প্রচেষ্টার মাধ্যমে নারীরা সমাজের মূল স্রোতধারায় সফলভাবে অবদান রাখতে পারে।সমিতির নিবাহী সম্পাদক মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া তাঁর বক্তব্যে বলেন, "আমরা আমাদের এই তিন বোনের সাফল্যে অত্যন্ত আনন্দিত। তাঁদের এই পুরস্কার প্রাপ্তি আমাদের সমিতির অন্যান্য সদস্যদেরকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ),চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।  সংবর্ধনা শেষে, অতিথিরা ও সমিতির পরিচালনা পর্ষদের সদস্যরা এবং উপস্থিত অন্যান্য সদস্যরা মিলে পুরস্কারপ্রাপ্ত তিন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা তাঁদের প্রতিক্রিয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমিতির সহযোগিতা ও পাশে থাকা তাঁদের এই পথচলাকে মসৃণ করেছে। এই সম্মাননা তাঁদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

 

এমএসএম / এমএসএম

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট