কল্যাণপুরে বিএনপি নেতা মুরগি আফজালে র অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী

রাজধানীর মিরপুর মধ্যপাইকপাড়া ও কল্যাণপুর এলাকায় বিএনপি নেতা আফজালের (মুরগি আফজাল) অত্যাচার ও চাঁদাবাজিতে অতীষ্ঠ এলাকাবাসী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। জমি দখল, চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ করে দেয়া, মিথ্যা মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানি, ভিজিটিং কার্ড পাঠিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি, সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলাসহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এসব ব্যাপারে থানা পুলিশ ও বিএনপি’র উর্ধতন নেতাদের জানিয়ে কোন সুরাহা হয়নি। এলাকাবাসী জানান, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি নেতা আফজাল ওরফে মুরগি আফজাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মধ্যপাইকপাড়া ও কল্যাণপুর নতুনবাজার এলাকায় আধিপত্য বিস্তার করে নেয়। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি-ঘর ও অফিসে হামলা চালায়। তিনি একসময় কল্যাণপুর নতুনবাজারে মুরগি বিক্রি করতেন। তাই তাকে সবাই মুরগি আফজাল নামেই ডাকেন। পরবর্তীতে তাকে ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বানানো হয়।
এই পদের বড়াই দেখিয়ে এখন সে সাধারণ এলাকাবাসীদের ওপর অত্যাচার করছে। সম্প্রতি সে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়। সে দাবি করে সেখানে নাকি তাদের পূর্বপুরুষের কিছু জমি আছে। পরবর্তীতে জনৈক মহিলা বিষয়টি নিয়ে বিএনপি নেতা এস এ খালেকের পুত্র সাজুর কাছে বিচার দেয়। সাজু তাৎক্ষনিক আফজালকে বিষয়টি সমাধান করতে বললেও আফজাল নির্মাণ কাজ চালু করতে দেয়নি। এর আগে আফজাল দক্ষিণপাইকপাড়ায় এক প্রবাসীর জমি বেড়া দিয়ে ঘেরাও করে দখল করে নেয়। ঐ প্রবাসীর আত্মীয় এখনও পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে।
আফজাল মধ্যপাইকপাড়া এলাকায় একটি রিক্সা গ্যারেজে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে অফিস বানানোর অজুহাতে আরেকটি জমি দখল করে নেয়। তার অত্যাচারে গোটা এলকাবাসী অতীষ্ঠ। বিগত ৫ই আগস্টের ঘটনায় মামলায় নাম ঢুকানোর ভয় দেখিয়ে সে এলাকার ব্যবসায়ীদের এমনকি মুদি দোকানিদের কাছ থেকে মোটা অংকের চাঁদা তুলেছে। গরীব ও অসহায় মানুষদের পুলিশ দিয়ে হয়রানি করছে। প্রতিদিনই কোন না কোন এলাকাবাসীর ওপর সে চড়াও হচ্ছে। সম্প্রতি একটি রিক্সা গ্যারেজ মালিককে ধরে এনে তিনি চোরাই রিক্সার ব্যবসা করে এই অভিযোগ দিয়ে মোটা অংকের উৎকোচ আদায় করে নেয়।
তিনি বিএনপির নেতা পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড বানিয়েছে। যেখানেই নির্মাণ কাজ হচ্ছে সেখানে তার বাহিনী এই ভিজিটিং কার্ড দিয়ে চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে মহানগর উত্তর বিএনপির এক নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আফজালের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরাও শুনেছি। বিষয়টি নিয়ে উর্ধতন নেতাদের সাথে আলোচনা হচ্ছে। শীঘ্রই আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।
জামিল আহমেদ / জামিল আহমেদ

আাগামী০৯ আগস্ট জমে উঠেছে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের র্যালি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত
