ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত: মাওলানা মুহাম্মদ শাহজাহান
বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী শীর্ষ পর্যায়ের নেতা যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তাদের অমানবিক নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে খুনী হাসিনা। তাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর যেভাবে নৃশংস হত্যা চালানো হয়েছে তার বিচার করতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক
মাওলানা মুহাম্মদ শাহজাহান একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারা ইসলামের পথে চলে, তারা কখনো ফ্যাসিস্ট হতে পারেনা, তারা কখনো মানবাধিকার লঙ্গন করতে পারেনা। তাই আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যানে কাজ করা হবে। বর্তমানে সকল ধর্মের মানুষ জামায়াতে ইসলামকে সমর্থন করে। তারাও সকলে জানে নিরাপদ, সুখী, বাংলাদেশ গঠন করতে চাইলে জামায়াত ইসলামকে প্রয়োজন।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে মুসলিম -অমুসলিম সকলে একসাথে বসবাস করে। এখানে আল্লাহ তায়ালার অনেক নেয়ামত লুকিয়ে আছে। তাই এখানে আগামীতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমরা সকল ধর্মের মানুষ কাঁদে কাঁদ মিলিয়ে এই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করবো। তিন পার্বত্য জেলা নিয়ে স্বৈরাচারের সকল ষড়যন্ত্র ধ্বংস করবো।
এদিকে ১৮ বছর পর কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, রাঙামাটি জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা সেক্রেটারী মোঃ মনছুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির লোকমান হোসেন। আরো বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ছাত্রশিবির এর শাখা সভাপতি শাহাদাৎ হোসেন, উত্তর সভাপতি ইস্রাফিল হোসেন সৈকত, জামায়াতে নেতা আমীর হোসেন, মোঃ আবু তাহের, শফিকুল আলম, চন্দ্রঘোনা মিশন ব্যাপ্টিষ্ট চার্চ সাধারন সম্পাদক বিজয় মারমা, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ।
উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্রশিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার