শেরপুরে ছাত্রদলের কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নবঘোষিত আংশিক কমিটিতে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সুপারিশে ছাত্রদলকর্মীদের অন্তর্ভুক্ত করায় সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন পূর্বের কমিটির নেতাকর্মীসহ শতাধিক নেতাকর্মী। বিক্ষোভে ছাত্রদলকর্মীদের কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানান তারা।
জানা গেছে, ২০১৩ সালে উপজেলার সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন করা হয়। এতে হাফিজুর রহমান হাদু সভাপতি ও আতিকুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে এ কমিটি দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর রোববার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের একটি নতুন আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে গুয়াগাছি গ্রামের মজনু মিয়ার ছেলে ছাত্রদলকর্মী সেলিম রেজাকে ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ও আওলাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে এ কে রঞ্জু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এ ঘটনায় বিতর্কিত ওই দুজনকে কমিটি থেকে বাদ দেয়ার দাবিতে পূর্বের কমিটির নেতাকর্মীরা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৬ সেপ্টেম্বর সোববার সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ কর্মসূচিতে পূর্বের কমিটির সভাপতি হাফিজুর রহমান হাদু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রঞ্জু তাদের বক্তব্যে বলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের বর্তমান কমিটিকে না জানিয়ে উপজেলা কমিটির নেতারা জ্বালাও-পোড়াও দল বিএনপি সমর্থিত কর্মীদের স্থান দিয়ে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। এতে আমরা বিচলিত। অনতিবিলম্বে বিতর্কিত সেলিম ও রঞ্জুকে কমিটি থেকে বাদ দিয়ে আওয়ামী পরিবারের পরিশ্রমী ও ত্যাগী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব গণমাধ্যমকে বলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন উল্লিখিত দুজনের নাম দিয়ে সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরে শুনতে পারলাম তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। পূর্বের কমিটির সাথে আলোচনা করে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন বলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তাদের বিএনপির মিছিল করতে বাধ্য করা হয়েছিল। পরে তারা চাকরি ছেড়ে দিয়ে এলাকায় আমাদের সাথে রাজনীতি করছে।
এমএসএম / জামান
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন