ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেরপুরে ছাত্রদলের কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৫১

বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নবঘোষিত আংশিক কমিটিতে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সুপারিশে ছাত্রদলকর্মীদের অন্তর্ভুক্ত করায় সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন পূর্বের কমিটির নেতাকর্মীসহ শতাধিক নেতাকর্মী। বিক্ষোভে ছাত্রদলকর্মীদের কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানান তারা।

জানা গেছে, ২০১৩ সালে উপজেলার সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন করা হয়। এতে হাফিজুর রহমান হাদু সভাপতি ও আতিকুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে এ কমিটি দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে গত ৫ সেপ্টেম্বর রোববার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের একটি নতুন আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে গুয়াগাছি গ্রামের মজনু মিয়ার ছেলে ছাত্রদলকর্মী সেলিম রেজাকে ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ও আওলাকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে এ কে রঞ্জু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ আওয়‍ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এ ঘটনায় বিতর্কিত ওই দুজনকে কমিটি থেকে বাদ দেয়ার দাবিতে পূর্বের কমিটির নেতাকর্মীরা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৬ সেপ্টেম্বর সোববার সন্ধ্যায় জোড়গাছা বাজারে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ কর্মসূচিতে পূর্বের কমিটির সভাপতি হাফিজুর রহমান হাদু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রঞ্জু তাদের বক্তব্যে বলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের বর্তমান কমিটিকে না জানিয়ে উপজেলা কমিটির নেতারা জ্বালাও-পোড়াও দল বিএনপি সমর্থিত কর্মীদের স্থান দিয়ে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। এতে আমরা বিচলিত। অনতিবিলম্বে বিতর্কিত সেলিম ও রঞ্জুকে কমিটি থেকে বাদ দিয়ে আওয়ামী পরিবারের পরিশ্রমী ও ত্যাগী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব গণমাধ্যমকে বলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন উল্লিখিত দুজনের নাম দিয়ে সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরে শুনতে পারলাম তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। পূর্বের কমিটির সাথে আলোচনা করে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন বলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তাদের বিএনপির মিছিল করতে বাধ্য করা হয়েছিল। পরে তারা চাকরি ছেড়ে দিয়ে এলাকায় আমাদের সাথে রাজনীতি করছে।

এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ