ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র কর্মশালা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৪২

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি, ঢাকার আফটার আওয়ার্স রেসিডেন্সে ‘বাংলাদেশের প্লাস্টিক ও ফুটওয়্যার সেক্টর ইন্টারনালাইজেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের কার্যকর সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় প্লাস্টিক ও ফুটওয়্যার ক্ষেত্রে অগ্রগতির লক্ষে ইসিফোরজে এ কর্মশালা আয়োজন করে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান (উপ-সচিব)। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন মোঃ কামরুজ্জামান, কম্পোনেন্ট কো-অর্ডিনেটর-২, (প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম); আমিনুল ইসলাম, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট এবং মো. হাবিবুর রহমান, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ। 

কর্মশালায় অ্যাবসলিউট প্লাস্টিকস লিমিটেড, আমান টয় গার্ডেন, মাহাদী ইন্টারন্যাশনাল লিমিটেড, অথেনটিক এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন ফার্নিচার, এফএম প্লাস্টিক লিমিটেড, অটোবি ফার্নিচার (ফার্নিচার সলিউশন), লিরা গ্রুপ, আকিজ প্লাস্টিক, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেড (এসিআই), প্লাস্টিক সাইন, সাউথ এশিয়া ট্রেডিং প্লাস্টিক, সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, এনপলি,ডিপ্লোম্যাট প্লাস্টিক, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, প্রাণ আরএফএল, শাপলা প্লাস্টিক, অ্যালায়েন্স লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার লিমিটেড, ফুটমার্ক ফুটওয়্যার, ইতালি ফুটওয়্যার লিমিটেড, কুসুম কলি সু ফ্যাক্টরি, বাংলা লেদার, মাহমুদ টেক্স বিডি, হারমিজন ফুটওয়্যার, স্মার্ট সুজ, আর্কোব্যালেনো, ক্রাফটসম্যান ফুটওয়্যার, শোনিভার্স ফুটওয়্যার (এনপলি) ও মাল্টিলাইন (আরএফএল) এর প্লাস্টিক ও জুতা প্রস্তুতকারক ও উৎপাদকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্মাতা এবং উৎপাদনকারীরা তাদের নির্দিষ্ট খাতের চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা ও আলোকপাত করেন।

উল্লেখ্য, সেমস-গ্লোবালের এজিএম মোঃ আল আমিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের প্লাস্টিক ও ফুটওয়্যার খাতের সম্ভাবনা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈশ্বিক সম্ভাবনা প্রভৃতি তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক