অধিকার , মানবিক মর্যাদা ও দরদী সমাজ বিনির্মানে যাকাত হতে পারে একটি অন্যতম মাধ্যম
ঢাকা মহানগরীর ধানমন্ডিস্থ ফোর সিজনস চাইনিজ রেস্টুরেন্টে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে “অধিকার , মানবিক মর্যাদা ও দরদী সমাজ বিনির্মানে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য রাখেন ছওয়াব ফাউন্ডেশনের প্রধাব নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আফতাবুজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা চ্যানেলের ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ।
প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ. কিউ. এম ছফিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড চীফ,ইসলামিক ব্যাংকিং ডিভিশন, এনসিসি ব্যাংক পিএলসি। বিশেষ হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নোমান ফারুক, ড. কাজী মোহাম্মদ ইকবাল হোসাইন, ড. নাসিমা হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সামছুল আলম বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছওয়াব ফাউন্ডেশনর যাকাতকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে এর যথাযথ বন্টন ও ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে
বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের বেকারত্ব ও দারিদ্র বিমোচনে ছওয়াব ফাউন্ডেশন যেসকল প্রোগ্রাম নিয়ে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর। তাই, সামর্থ্যবানদের ছওয়াব ফাউন্ডেশনের যাকাত প্রকল্পে এগিয়ে আসার আহ্বান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে এ. কিউ. এম ছফিউল্লাহ বলেন, অধিকার , মানবিক মর্যাদা ও দরদী সমাজ বিনির্মান করা আল্লাহ প্রদত্ত বিধান যাকাতের মাধ্যমেই সম্ভব। ছওয়াব ফাউন্ডেশন প্রাতিষ্ঠানিকভাবে যাকাত সংগ্রহ ও বন্টনের যে উদ্যোগ নিয়েছে, এটি যাকাত বন্টনের যথার্থ প্রক্রিয়া। তাই ছওয়াব ফাউন্ডেশনের নানামুখী যাকাত প্রকল্পকে শক্তিশালী করার জন্য উপস্থিত সুধীদের আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে অধ্যাপক আ ন ম রশীদ আহমদ যাকাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিসাব পরিমান যাকাত দিতে কষ্ট হওয়ার কথা নয়, ধনীদের যাকাত লব্ধ সম্পদে রয়েছে দরিদ্রের আল্লাহ প্রদত্ত অধিকার, এটি কোনো অনুগ্রহ নয়।
বিশেষ অতিথির বক্তব্য প্রফেসর নোমান ফারুক এবং ড. কাজী ইকবাল হোসাইন তার বক্তব্যে ছওয়াব ফাউন্ডেশনের উন্নয়নধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন। ছওয়াব ফাউন্ডেশনের যাকাত প্রকল্প এগিয়ে নিয়ে আসার জন্য উপস্থিত সুধীবৃন্দের প্রতি আহ্বান জানান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জি এম জনাব আবুল হাসান, ফান্ডরেইজিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার শেখ মহিদ মোস্তফা, ডেপুটি ম্যানেজার মনিটরিং এস এম ইমদাদুল ইসলাম, জনাব ডেপুটি ম্যানেজার রকিবুল ইসলাম, ডেপুটি ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম, সিনিয়র অফিসার আরিফ ফয়সাল বাপ্পিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা