ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মনোহরদীতে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৫:১৯

আগামী ১২ সেপ্টেম্বর থেকে থেকেই ক্লাস শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, সেসব নির্দেশনা দিয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।

নরসিংদীর মনোহরদী পৌরসভা সদরে অবস্থিত সল্লাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং শ্রেণিকক্ষে জলাবদ্ধতার কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রুবিন সুলতানা।

আবেদনে উল্লেখ করা হয়, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। বিদ্যালয়ের পাশে উঁচু বাড়ি-ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে। মাঝে মাঝে শ্রেণিকক্ষের মধ্যে পানি ওঠে। বিশেষ করে বর্ষাকালজুড়েই বিদ্যালয়ের মাঠে জমে থাকে বৃষ্টির পানি। পানি ও কাদা ভেঙে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েন দুর্ভোগে। শৌচাগার ব্যবহার করা সম্ভব হয় না। তাছাড়া বিদ্যালয়ের মাঠসংলগ্ন গরুর খামার থাকায় সেখানকার বর্জ্য মাঠে জমে দুর্গন্ধ ছড়ায়। এতে শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়ের আশপাশের মানুষের ভোগান্তি পোহাতে হয়। স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। চালানো যায় না স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ সমস্যা সমাধানে মাঠে মাটি ভরাট করে উঁচু করার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে ৩৩ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮৩। শিক্ষক রয়েছেন নয়জন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। কিন্তু বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। সামান্য বৃষ্টি হলেই মাঠ পানিতে তলিয়ে যায়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রুবিন সুলতানা জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে মাঠটিতে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি বেড়ে যায়। বৃষ্টির পানি জমে থাকার সমস্যার সঙ্গে ভবন সংকট রয়েছে। বিদ্যালয়ের দুটি ভবনের পাঁচটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তানভীর কবির বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দীর্ঘদিনের। এ সমস্যা নিরসনে কাজ চলছে।

মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞা জানান, বিদ্যালয়ের মাঠ ভরাটসহ জলাবদ্ধতা দূরীকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করি জরুরিভিত্তিতে এ সমস্যার সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, বিদ্যালয় পরির্দশন করে সমস্য দেখে এসেছি। জলাবদ্ধতা নিরসনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই

যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

লাকসামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিসমিল্লাহ্ বেকার্স’র শুভ উদ্বোধন

নির্বাচনের সঙ্গে ‘মব’ চলতে পারে না: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী