শালিখায় ইটভাটা মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জিগ-জ্যাগ ইট ভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন) ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্নিত জিক-জ্যাক ইটভাটার ছাড়পত্র ও প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মাগুরা জেলার শালিখা উপজেলা শাখার আয়োজনে ইট ভাটা মালিক সমিতি ও শ্রমিকেরা জিক-জ্যাক ইট ভাটার ছাড়পত্র, লাইসেন্স প্রাপ্তি নিরসনের জন্য এবং ইট ভাটা চালু রাখার দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত শ্রমিকেরা জানান, ইটভাটা বন্ধ হলে আমাদের সংসার চলবে কি করে আমাদের সংসার ছেলেমেয়ে লেখাপড়ার খরচ চালানো সবইতো ইটভাটার কর্মের উপর,ভাটা বন্ধ হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানাচ্ছি ইটভাটা চালু রাখার জন্য।
শালিখা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাসুদ আলম সাংবাদিকদের জানান, মাগুরা জেলায় ৭৮ টি ব্রিক ফিল্ড আছে তার মধ্যে ৪টির বৈধ কাগজপত্র আছে। বিগত দিনের স্বৈরশাসকের নির্যাতন মূলক আইন ও নির্যাতন মূলক ধারার মাধ্যমে ২০১৮ সালে কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের কাগজপত্র নবায়ন হয়নি। আমাদের ইটভাটা বন্ধ হলে ভাটা সংশ্লিষ্ট দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হবে, সাথে সাথে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, বিভিন্ন হার্ডওয়ার ফ্যাক্টরি, বিভিন্ন রাস্তা-ঘাট উন্নয়নে স্থবিরতা আসবে।
উপজেলা ইট ভাটা মালিকের পক্ষ থেকে ভাটা চালুর জোর দাবি জানিয়ে মাসুদ আলম বলেন, আমাদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ইট পোড়াতে দেয়া হোক। পুনরায় তদন্তের মাধ্যমে পরিবেশ ছাড়পত্র দিয়ে আমাদেরকে দেশের উন্নয়ন ও মানুষের কর্ম সংস্থানের সাথে আমাদেরকে অবদান রাখার সুযোগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি