সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষার আলো পৌঁছাতে গ্রো ইয়োর রিডারের বুক গ্যারেজ প্রজেক্ট
শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ সেই শিক্ষা থেকে বঞ্চিত হতে হচ্ছে দেশের এখনো কিছু শিশুকে। তবে সেই জাতির মেরুদণ্ড গঠনে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রো ইয়োর রিডার’। সংগঠনটি মনে করে, বইয়ের পাতা পুরনো হলেও বই কখনো পুরনো হয় না। এই চিন্তা মাথায় রেখে ৫ বছর আগে শুরু হয়েছিল তাদের অবিরাম পথচলা। তারা অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে হাতে নিয়েছে নানা উদ্যোগ। তার মধ্যে অন্যতম ‘বুক গ্যারেজ’ প্রজেক্ট, যেখানে তারা সাধারণ মানুষদের দেয়া পুরনো বই সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গার পথলাইব্রেরি স্থাপন করবে এবং সেখান থেকে যে কোনো পথচারী বা ছিন্নমূল শিশু তাদের প্রয়োজন অনুযায়ী বই নিয়ে পড়তে পারবে।
সংগঠনটি বলছে, এই পথলাইব্রেরির মাধ্যমে গ্রো ইয়োর রিডার একটি বার্তা সবার মাঝে পৌঁছে দিতে চায়। তা হলো, সবার ভেতরের ঘুমিয়ে থাকা পড়ুয়া সত্তাটিকে জাগিয়ে তুলুন, দেখবেন সমাজ বদলে গেছে, জেগে উঠেছে মানুষের মনুষ্যত্ব। যেসব শিশু স্কুলে যাওয়ার সুযোগ কখনো পায়নি বা পায় না, এই উদ্যোগের মাধ্যমে তারাও এবার বইয়ের ছোঁয়া পাবে।
তারা বলেন, ইতোমধ্যেই সাধারণ মানুষদের দেয়া প্রায় ১০০০টি বই নিয়ে গ্রো ইয়োর রিডার উত্তরা ও রাজাবাজার প্রথম বুক গ্যারেজ স্থাপন করেছে। প্রজেক্টটির দুটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় উত্তরা ৬নং সেক্টরে এবং পূর্ব রাজাবাজারে গ্রো ইয়োর রিডারের দুজন কো-অর্ডিনেটর শাইরা আলম অথৈ ও মাইসা সিদ্দিকা এশার নেতৃত্বে।
এদিকে উদ্বোধনীতে গ্রো ইউর রিডার গানের আসর আয়োজন করে। এছাড়া শিশুদের মধ্যে মাস্ক, বই, খাতা, পেন্সিল বিতরণের মাধ্যমে উপস্থিত সমবেত সকলকে ‘বুক গ্যারেজ’ সংশ্লিষ্ট তথ্য জানায় এবং শিশুদের সেখান থেকে বই নেয়ার জন্য আগ্রহী করে। তারা শীঘ্রই টাঙ্গাইলে এবং চট্টগ্রামে আরো ১১টি পথলাইব্রেরি স্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে।
গ্রো ইয়োর রিডারের প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিনের বিশ্বাস বলেন, এই প্রজেক্টেরর মাধ্যমে কোভিড মহামারীর কারণে নিম্নবিত্ত পরিবারের শিশুদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে,তা একটু হলেও কমবে এবং শিশুদের বই পড়ার আগ্রহ হারিয়ে যাবে না।
গ্রো ইয়োর রিডারের সহ-প্রতিষ্ঠাতা আমিনা আজাদ সাধারণ জনগণের কাছে অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন তাদের পুরনো এবং ঘরে পড়ে থাকা বইগুলো তাদের ঠিকানায় পৌঁছে দেন, যাতে গ্রো ইয়োর রিডার দেশের প্রত্যেকটি প্রান্তে তাদের এই বই পৌঁছে দিতে পারে। বুক গ্যারেজ স্থাপন করে এটা নিশ্চিত করতে পারে যে, বাংলাদেশের কোনো শিশুর যেন বইয়ের অভাবে পড়ার প্রতি অনাগ্রহ তৈরি না হয়।
এছাড়াও গ্রো ইউর রিডার ‘WOW – Wheels of Wisdom’ প্রজেক্টি চালাচ্ছে এবং কোভিডের সময়েও শিশুদের নতুন কিছু শেখা বন্ধ না করতে শিশুদের জন্য ফেসবুক লাইভে অনলাইন ক্লাসের মাধ্যমে ‘স্কুল বন্ধ হলেও শেখা বন্ধ হবে কেন?’ প্রোগ্রামটি চালিয়ে যাচ্ছে।
করোনাকালীন শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গ্রো ইউর রিডার ইতোমধ্যে বিওয়াইএলসি থেকে অর্গানাইজেশন ক্যাটাগরিতে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২১-এ দ্বিতীয় রানারআপ হয়েছে এবং গ্লোবাল ফোরাম অব এডুকেশনের পক্ষ থেকে গ্রো ইউর রিডারের প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন সারা পৃথিবী থেকে ‘Top 100 Leaders in Education’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এমএসএম / জামান
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার