ভালোবাসায় আপ্লুত নায়িকা

ইয়ামি গৌতম ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। বেশকিছু সুপারহিট এবং প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন মাতিয়েছেন। প্রতিটি সিনেমাতেই তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের প্রতি একাগ্রতার ছাপ স্পষ্ট। সম্প্রতি তার ‘ধুম ধাম’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এতে ইয়ামির চরিত্রটি আলাদা করে নজর কেড়েছে। ভবিষ্যতেও বেশ কিছু চমক জাগানিয়া কাজ নিয়ে ফিরতে চলেছেন তিনি।
মাতৃত্বকালীন বিরতির পর ফের কাজ শুরু করতে পারায় বেশ খুশি ইয়ামি। তিনি এজন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।ইয়ামি গৌতম বলেন, ‘নতুন করে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘তারা আমার মাতৃত্বকালীন সময়েও খোঁজ খবর নিয়েছে। মুলত তারা অপেক্ষায় ছিল আমার ফেরার। এটা সত্যিই অসাধারণ ব্যাপার আমার জন্য। অনেক বেশি আন্তরিক পেশাদারীত্ব এটা। আমি তাদের বলেছিলাম, আমার অপেক্ষায় না থেকে তারা অন্য যে কারোর সঙ্গে কাজ করতে পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছিল।
আমাকে তারা নিশ্চিত করেছিল যেন কাজ নিয়ে আমি কোনোরকম শারীরিক বা মানসিক কোনো চাপ না নেই। আমি অনেক আপ্লুত ছিলাম তাদের ভালোবাসায়।’
‘আমি খুব ভাগ্যবান যে আমি এমন সৃজনশীল মানুষের সঙ্গে কাজ করতে পারছি যারা আমার জন্য অপেক্ষা করতে পারেন এবং ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের কাজগুলো নিষ্ঠার সঙ্গে শেষ করাই এখন আমার বড় দায়িত্ব’- যোগ করেন তিনি।ইয়ামি গৌতম গতানুগতিক ভাবনার বাইরে ভিন্ন ধাঁচের একজন অভিনেত্রী। তিনি বহুমুখী চরিত্রের জন্য বিখ্যাত। সবসময়ই ব্যতিক্রমী গল্প বাছাই করে কাজ করেন। ২০১৭ সালে হৃতিক রোশনের সঙ্গে ‘কাবিল’ তার ক্যারিয়ারের একটি অন্যতম সিনেমা। এরপর ‘আর্টিকেল ৩৭০’ ছিল এমন একটি সিনেমা যা তার ক্যারিয়ারকে সমালোচক ও দর্শক; উভয়ের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া এনে দিয়েছিল।
Aminur / Aminur

জটিল রোগে আক্রান্ত ঋতাভরী, লাফ দিতে চেয়েছিলেন গাড়ি থেকে

বাবা-মায়ের নাম লিখলেন বীর, ভিডিও শেয়ার করলেন বুবলী

আমি এসবের কিছুই পাত্তা দেই না : মিথিলা

পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা

পরকীয়ায় জড়ান অভিনেতা, হাতেনাতে ধরেন স্ত্রী!

নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ!

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি, সমালোচনার ঝড়

মুক্তির অপেক্ষায় সকাল রাজের ‘আতরবিবিলেন’

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম : শ্যামন্তী

ভালোবাসায় আপ্লুত নায়িকা

রাগে-ঘৃণায় বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ!

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট তানজিন তিশার
