পরকীয়ায় জড়ান অভিনেতা, হাতেনাতে ধরেন স্ত্রী!
দক্ষিণের সুপারস্টার মধ্যে প্রথম সারিতেই রয়েছেন মহেশবাবু। তার ছবি ঘিরে প্রত্যাশায় থাকেন লক্ষ লক্ষ ভক্ত। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে মহেশবাবু বর্তমানে সারা ভারতজুড়েই জনপ্রিয়।
মহেশবাব মূলত ভক্তদের কাছে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই পরিচিত। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তার সুখী দাম্পত্য। এক পুত্র এবং কন্যাকে নিয়ে তাদের সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম শোবিজ অঙ্গন।
দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপন সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বাইয়ে তারা একসঙ্গে থাকতেনও। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই দাবি করেন দক্ষিণের জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপন প্রেম নাকি হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা। তবে নম্রতা অত্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয়ের সমাধান করেন।
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, সেই অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণণ। মহেশ এবং তৃষার সম্পর্ক নিয়ে তাই ফের রটেছে গুজব। তবে দুই তারকার এই নিয়ে কখনোই মুখ খোলেননি।
যদিও মহেশ এবং নম্রতার সংসারে ভাঙনের কোনও খবর শোনা যায়নি। দুই তারকার প্রেমও ছিল এককথায় ফিল্মি। ‘ভামসি’ ছবির সেটে আলাপ হয় নম্রতা এবং মহেশের। প্রথম ছবি করতেই করতেই প্রেম।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!