পাইকগাছায় ছাত্রলীগ নেতার কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী উমায়েরসহ দুইজনকে গনধোলায় দিয়ে পুলিশে সোপার্দ
খুলনার পাইকগাছায় চাচাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িসহ সমস্ত সম্পত্তি দখল করে রাখা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ও তার ভাইদের অত্যচারে অতিষ্ঠ হয়ে হাজার হাজার গ্রামবাসী মিলে উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোয়ায় দিয়ে পুলিশের কাছে হস্তন্তর করেছে এলাকাবাসী।
সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার তোকিয়া গ্রামের মৃত হারুন সরদারের ছেলে ছাত্রলীগ নেতা উমায়ের কবির গত আওয়ামীলীগের আমলে সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর আস্থাভাজন হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাস্তানি, চাঁদাবাজী, ঘের দখল, নারী কেলেঙ্কারী, বিভিন্নি অপকর্মের হোতা, ভাইদের সাথে নিয়ে লাঠির ভয় দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টিকরে রাখে।
গত ১১অক্টোবর আপন চাচা রওশন সরদারের স্ত্রী ও তিন সন্তানদের মারপিট করে উমায়েরসহ তার দুই ভাই। এর এঘটনায় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে ফিরলেও বাড়িতে ফিরতে পারেননি। জীবনের নিরাপত্তার জন্য আজো বাড়ি যেতে পারেননি রওশন সরদারের পরিবার।
গত ১১নভেম্বর ২৪ তারিখে পাইকগাছার ইজিবাইক স্টান্ডে বৃদ্ধ শামসুর রহমান (৭০) কে উমায়ের কবিরের নেতৃত্বে তার ভাই ইসাহাকসহ কয়েকজন ফ্লিমি স্টাইলে এলোপাতাড়ী পিটিয়ে হাত ও বুকের ২টি পাজড় ভেঙ্গে দেয়। শামসুর মামলা করলেও তাদের ভয়ে এখন এলাকা ছাড়া।
মামলা সূত্রে জানা যায়,গত ৫ মার্চ সকালে তোকিয়া গ্রামের ইলিয়াস কবির ও চাচা রওশন সরদারকে গদাইপুর বাজারে উমায়ের কবিরের নেতৃত্বে অপর দুই ভাই ইসহাক এবং ওসামা মিলে মাররপিট করে। একই দিন সন্ধায় কবির বাড়িতে যাওয়ার সময় আবারও ৩ভাই ও মা মিলে দা ও লোহার রড নিয়ে আক্রমণ করে। এসময় উপজেলা নার্সারি মালিক সমিতির সাধান সম্পাদক কামাল সরদার ঠ্যাকাতে গেলে কামালকে বেপরোয়াভাবে মারপিট মারাত্মক আহত করে। এতে কামালের শ্যালোক শামীম সরদার মারাত্বক আহত হয়।
এ খবর মুহূর্তের ভিতর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের হাজার হাজার সকল শ্রেণীর মানুষ তাদের প্রতি বিরক্ত ও অতিষ্ঠ হয়ে একজোট হয়ে ছাত্রলীগ নেতা উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোলায় দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। সর্বশেষ মারপিটের ঘটনায় কামাল সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। যার নাম্বার ৭/২৫
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং উমায়ের কবির ও তার সহযোগী ওয়ালিদ সরদারকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল
ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার
মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান
সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত